।। প্রথম কলকাতা।।
Homemade Holi Colour: আসছে রঙের উৎসব। অনেকের কাছে তা আনন্দের। অনেকে ভয়ে ঘরবন্দি করে রাখেন নিজেদের। কারণ বাজারের আবিরে সমস্যা হয় অনেকেরই। অনেক সময় বাজারের আবির চামড়ার বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে বাজারে যে সব আবির ছেয়ে রয়েছে তার অধিকাংশ কেমিক্যাল মিশ্রিত। তাই এতে ত্বকের ক্ষতি হতেই পারে। ত্বক জ্বালা করে। সহজে সেই রঙ উঠতেও চায় না।তাছাড়া তাতে ক্ষতি হতে পারে চোখেরও। সেই কারণে অনেকেই এই রঙের উৎসব থেকে নিজেদের দূরে রাখে। তবে আপনি সহজেই ঘরোয়া উপায়ে ভেষজ আবির তৈরি করে নিতে পারেন। চুটকিতে আবির তৈরি করে এবার হোলির আনন্দে মেতে উঠুন। এই আবির ইচ্ছে মতো নির্দ্বিধায় শরীরে মাখা যেতে পারে।
এই ভাবে আবির তৈরি করে নিলে সবাই খুশিতে রঙের উৎসবে মেতে উঠতে পারবেন।
প্রকৃতির ফল ফুল থেকে রঙ সংগ্রহ করে এভাবে কয়েক মিনিটে আবির বানিয়ে নিতে পারেন। এই আবির একবার তৈরি করতে শিখলে প্রতিবার হোলির উৎসব হবে আরও আনন্দময়। ভাবছেন, আদৌ কি পছন্দের রঙ পাওয়া যাবে এই আবিরে! হ্যাঁ নিশ্চিত পছন্দ হবেই এই ভেষজ আবির । বাজারে কেমিক্যাল মিশ্রিত আবিরের থেকে সম্পূর্ণ রূপে আলাদা হবে এই আবির। প্রথমেই বলে নেওয়া ভাল, দোকানে চড়া রঙের আবির পাওয়া যায়। তা অধিকাংশ ক্ষেত্রেই কেমিক্যাল মেশিয়ে রঙ টকটকে করে নেওয়া হয়। ঘরোয়া উপায়ে ভেষজ আবির মানেই সেই আবির রঙের দিক থেকে একটু ফিকে হবে। কিন্তু প্রতিটি রঙই মিষ্টি এবং আকর্ষণীয়। আবার বিশেষ উপায়ে একটু সুগন্ধিও করে নেওয়া যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন ভেষজ আবির।
গাঁদা ফুল থেকে সহজেই তৈরি করা যায় কমলা বা গেরুয়া আবির। এজন্য বেশ কয়েকটি গাঁদা ফুলের পাপড়ি নিন। রোদে সেগুলি ভালো করে শুকিয়ে নিন। এরপর সেগুলো গুঁড়ো করে নিন। এবার ট্যালকম পাউডার বা ময়দার সাথে মিশিয়ে পরিমানে বাড়িয়ে নিন। তৈরি হয়ে গেল ভেষজ কমলা বা গেরুয়া আবির। লাল আবির বানানোর ব্যবহার করতে পারেন লাল চন্দন। পুজোয় কাজে লাগার দরুন প্রায় সমস্ত বাড়িতেই লাল চন্দন থাকে। লাল চন্দন বেটে নিয়ে তাকে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাল আবির। এর সাথে ময়দা মিশিয়ে পরিমান বাড়িয়ে নিলেই মিলবে বাজারের মতো আবির। যদি বাড়িতে লাল চন্দন না থাকে তাহলে আপনি যেকোনো দশকর্মার দোকানে গেলেই পেয়ে যাবেন লাল চন্দনগুঁড়ো। সেই গুঁড়োর সাথে ময়দা মিশিয়ে নিলেও আপনি পেয়ে যাবেন লাল আবির যা সম্পূর্ণ বিশুদ্ধ।এছাড়াও লাল জবা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিয়েও তৈরি করা যাবে লাল আবির। এর সাথে ট্যালকম পাউডার মিশিয়ে নিলে পরিমাণেও বাড়বে আর আবিরে সুগন্ধও হবে।
https://www.facebook.com/100064049016647/posts/801709758640651/?mibextid=NTRm0r7WZyOdZZsz
সবুজ আবির বানানোর জন্য আপনি কাজে লাগাতে পারেন হেনা পাউডার। ঘন সবুজ রং পাওয়ার জন্য ময়দার সাথে হেনা পাউডার মেশান। তাছাড়া সজনে সহ যেকোন সবুজ পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন।এবার ময়দা বা ট্যালকম পাউডার মিশিয়ে নিলেও তৈরি হয়ে যাবে ঘন সবুজ আবির। এগুলি বাজারচলতি আবিরের থেকে অনেক বিশুদ্ধ। এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিলে তার সুগন্ধ বাড়বে অনেকটাই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম