Vastu Tips For Calender: নতুন বছরের ক্যালেন্ডার টাঙাবেন কীভাবে ? সঠিক নিয়মটা জানেন তো

।। প্রথম কলকাতা ।।

Vastu Tips For Calender: চলতি বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকটি দিন বাকি। এর পরেই ২০২২ পেরিয়ে আসবে ২০২৩। একটা নতুন বছর সঙ্গে করে নিয়ে আসবেন নতুন ভালো-খারাপ সময়। বছর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিজেদের বাড়িতে বদলে ফেলি ক্যালেন্ডার । কারন তখন আর পুরনো ক্যালেন্ডার দিয়ে কোন কাজ হয় না কিন্তু বাড়িতে ক্যালেন্ডার লাগানোর বিষয়ে বিশেষ কিছু তথ্য দেওয়া রয়েছে বাস্তুশাস্ত্রে। যেহেতু মানুষের জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব যথেষ্ট বেশি তাই প্রচলিত ধারণা অনুযায়ী বাস্তুবিধি না মেনে বাড়ির যেখানে সেখানে ক্যালেন্ডার টাঙালে তাতে ক্ষতি ছাড়া বিশেষ ভালো কিছুই হয় না।

তাই জীবনে সুখ, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে গেলে অবশ্যই মেনে চলতে হবে বাস্তুশাস্ত্রের নিয়ম। বাস্তুশাস্ত্রে যেভাবে ক্যালেন্ডার রাখার সঠিক পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেটা মেনেই ক্যালেন্ডার রাখা ভালো। বাস্তুতে যারা বিশ্বাসী তাদের মতে, এতে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। নতুন ক্যালেন্ডার যদি বছরের শুরুতে সঠিকভাবে না লাগানো হয় তবে বাড়িতে বাড়তে পারেন নেতিবাচক শক্তির প্রভাব। যা সংসারের সুখ শান্তিকে নষ্ট করে দিতে পারে। বাস্তুতে ক্যালেন্ডার সম্পর্কে কী কী বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

* যেদিকে ক্যালেন্ডার টাঙাবেন

২০২৩ সালে নতুন ক্যালেন্ডার কিনে আনার পর বাড়ির যেখানে খুশি ইচ্ছে মতো টাঙিয়ে দেবেন না। মনে রাখবেন বাস্তু অনুসারে বাড়ির উত্তর-পশ্চিম বা পূর্ব দিকের দেওয়াল ক্যালেন্ডার লাগানোর জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এছাড়াও বিস্তারিত বলা রয়েছে যে পূর্ব দিকের দেওয়ালে যদি ক্যালেন্ডার টাঙানো হয় তবে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়। কারণ পূর্ব দিকের অধিপতি হলেন খোদ সূর্য দেবতা। তবে আর যেদিকেই ক্যালেন্ডার টাঙান না কেন অন্ততপক্ষে ঘরের দক্ষিণ দিকে কখনই ক্যালেন্ডার লাগানো উচিত নয় বাস্তুমতে।

* পুরনো ক্যালেন্ডারকে বলুন ‘না’

নতুন বছরের নতুন তারিখ মাস সম্পর্কে জানতে গেলে পুরনো ক্যালেন্ডার কোন কাজেই লাগে না। আবার বাস্তুশাস্ত্র অনুসারে বছর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারও পরিবর্তন হওয়া উচিত। নতুন বছর শুরু হলে দেওয়ালে কোনভাবেই পুরনো ক্যালেন্ডার লাগিয়ে রাখা ঠিক নয়। তা অশুভ হিসেবেই বিবেচিত হয়। এছাড়াও বাস্তু বিশেষজ্ঞরা বলেন , পুরনো ক্যালেন্ডার বাড়িতে থাকলে ভালো সুযোগগুলি আসার পরিমাণ ক্রমশ কমতে থাকে। আর নতুন ক্যালেন্ডার নতুন বছরের জন্য কাজের শক্তি জোগায়, পজিটিভ এনার্জি বাড়ায় বাড়িতে বসবাসকারী সদস্যদের মধ্যে।

* যে ধরনের ক্যালেন্ডার রাখা যাবে না

সাধারণত আগে প্রতিবছরের নতুন ক্যালেন্ডার গুলিতে দেব দেবীদের ছবি দেখতে পাওয়া যেত। সময়ের স্রোতে এখন ক্যালেন্ডারে আরও বিভিন্ন ধরনের ছবি দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে বিশেষ কোন সমস্যা নেই । কিন্তু সেই সকল ছবির মধ্যে কোন হিংস্র পশু অথবা নেতিবাচক অর্থ বোঝায় এমন কোন ছবি না রাখাই শ্রেয় । এতে খুব একটা পজিটিভ এনার্জি থাকে না বাড়িতে । বরং এই ধরনের ছবি ঘরে থাকলে নেতিবাচক শক্তির আগমন ঘটে এমনটাই বলছে বাস্তুশাস্ত্র।

উপরে উল্লেখিত সকল তথ্যগুলি একেবারে সাধারণ জ্ঞানের জন্য। এই ধরনের কোন তথ্য বিশ্বাস করে তা কাজে লাগানোর পূর্বে অবশ্যই বাস্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত। যেকোনো কাজের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ বিশেষভাবে নেওয়া জরুরী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version