মাথার টাক ঢাকবেন কীভাবে ? এই স্প্রে দিয়েই হবে ম্যাজিক

।। প্রথম কলকাতা ।।

সামনেই কত বিয়েবাড়ি অথচ আপনার মাথায় বড় টাক! এতো তাড়াতাড়ি চুল তো গজাবে না কিন্তু টাক ঢেকে বিয়ে বাড়ি যেতে পারেন আপনি। যেখানে যেখানে চুল কম! সেই জায়গাতেই এই টিপস অ্যাপ্লাই করুন মনে হবে ঘন কালো চুল। ৫ মিনিটেই টাক উধাও। এই ট্রিক এখন বিশ্বজুড়ে বিখ্যাত। না জানলে জানুন কীভাবে মাথায় টাক ঢাকবেন।বাজারে একধরণের হেয়ার স্প্রে পাওয়া যায় যেটা টাকের উপর দিলে মনে হবে আসল চুল। ম্যাজিকের মতো আপনার মাথা ভরে যাবে। বাজারের যে কোনও কসমেটিকের দোকানে গেলেই মিলবে এই স্প্রে। অনলাইনেও পাওয়া যায়, তবে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না।

মাথার তালুতে এগুরো জমে জমে চুলের গোড়া আটকে যাবে। টাক ঢাকতে গেলে খুব ছোট করে চুল কাটা চলবে না। তাহলে কিন্তু হাওয়ায় চুল উড়ে গেলেই কেলেঙ্কারি। তাই চুল কম থাকলেও তা লম্বা রাখার চেষ্টা করুন।

বিয়েবাড়ির আগে ভুলেও চুলে তেল দেবেন না। তাহলে কিন্তু টাক চকচক করবে। সেদিন সকালেই মাথায় হেয়ারকালার করতে চেষ্টা করুন। এতে তালুতে রঙের হালকা প্রলেপ লেগে থাকলে টাক বোঝা যাবে না সহজে।

মাথার সামনেটা যদি টাক থেকে থাকে তাহলে সিঁথি বদলে হেয়ারস্টাইল করুন। একটা সাইডে চুল ফুলিয়ে খোপা বাঁধতে পারেন। তাতে মুখে একটা চেঞ্জ যেমন আসবে আপনার টাক বোঝাও যাবে না। মাথার মাঝখানে যদি চুল পাতলা হয়ে যায়। তাহলে চিড়ুনি দিয়ে চুল টেনে সামনেটা পাফ করে নিন। এতেও টাক একেবারে ঢাকা পড়়ে যাবে
রূপ বিশেষজ্ঞরা বলছেন এমনটাই।

কম বয়সেই অনেকেই টাক হয়ে যাচ্ছেন। কমবয়সিদের মধ্যে টাক পড়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে- জিনগত, চুলের যত্নের অভাব, অপুষ্টি, অত্যাধিক মানসিক চাপ, ঠিক করে ঘুম না হওয়া। তাই এমন স্টাইল বেছে নিন যাতে চুল উপরের দিকে বেশি ঘন দেখতে লাগে। এই ধরনের চুলের কায়দাও নানা রকমের হয়। আপনি নিজে যদি বুঝতে না পারেন, কোনটা করবেন, তা হলে হেয়ার এক্সপার্টদের থেরে পরামর্শ নিন কোন স্টাইলটা আপনার মুখে মানাবে। টাক পড়া শুরু হলে প্রথম থেকেই যদি সতর্ক হন এবং ঠিক সময়ে চিকিৎসা শুরু করেন, তাহলে অনেকটাই উপকার পেতে পারেন। কিন্তু তা অবশ্যই সময়সাপেক্ষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version