Saraswati Puja 2023: পুষ্পাঞ্জলির জন্য সময় থাকছে কত ? জানুন ২০২৩-এর সরস্বতী পুজোর সময়সূচী

।। প্রথম কলকাতা ।।

Saraswati Puja 2023: শীতের সকালে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পুজোয় মগ্ন হন সকলে। প্রাচীন কাল থেকে দেবী সরস্বতীকে শিল্পের দেবী হিসেবেও পুজো করা হয়ে আসছে। শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগদেবীর । আর এই তিথি প্রত্যেক বছর জানুয়ারি-ফেব্রুয়ারি (January-February) মাস নাগাদ পড়ে। তবে নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে সরস্বতী পুজো (Saraswati Puja) হতে চলেছে ২৬ জানুয়ারি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী একই দিনে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস পালিত হবে।

সাধারণত সরস্বতী পুজোর তিথিটিকে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী (Vasant Panchami or Shree Panchami) বলা হয়। এই পুজো সূর্য উদয় হওয়ার পরে এবং দিনের মধ্যভাগ অর্থাৎ দুপুরের আগে শেষ করে দেওয়া হয়। সকাল সকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান , কর্ম প্রতিষ্ঠান সহ বাড়িতে পড়ুয়ারা এই পুজোর আয়োজন করে থাকেন। এই দিন বিদ্যার দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ থেকে শুরু করে ব্রাহ্মণ পুজো এবং পিতৃ তর্পণ পর্যন্ত করা হয়। আর সরস্বতী পুজোর অন্যতম একটি আকর্ষণ হল শিশুদের হাতে খড়ি। যারা একেবারেই ছোট, শিক্ষা গ্রহণের পথে পাড়ি দেওয়ার যাদের প্রস্তুতি চলছে, তাদের জন্য পুজোর মাঝে আয়োজন করা হয় হাতে খড়ির।

চলুন দেখে নেওয়া যাক ২০২৩ এর বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্ত :

পুজোর সময় : সকাল ৭ টা ১২ মিনিট ২৬ সেকেন্ড থেকে শুরু করে বেলা ১২টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ মোট ৫ ঘন্টা ২১ মিনিট সময় হাতে পাওয়া যাচ্ছে।

সরস্বতী পুজোর আচার-বিধি

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র (Pushpanjali Mantra)

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ শোভিত মুক্তাহারে।বীণারঞ্জিত পুস্তক হস্ত, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।

সরস্বতী পুজোর প্রণামের মন্ত্র (Pranam Mantra)

নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ শোভিত মুক্তাহারে।বীণারঞ্জিত পুস্তক হস্ত, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version