Women bag: রুক্ষ শীতে বাইরে বেরোচ্ছেন, লেডিস ব্যাগে এই জিনিসগুলো রেখেছেন তো?

।। প্রথম কলকাতা ।।

Women bag: শীতকাল মানে মন উড়ু উড়ু। শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে বাইরে বেরোনোর মজাই আলাদা। তবে বেরোনোর আগে অবশ্যই সঙ্গে রাখতে হবে প্রয়োজনের টুকিটাকি। মহিলা হলে তো কথাই নেই, পরিকল্পনা করে আগে থেকেই গুছিয়ে রাখতে হবে লেডিস ব্যাগ। আপনি কোথায় কতক্ষণের জন্য বা কত দিনের জন্য যাচ্ছেন তার ওপর নির্ভর করছে ব্যাগ গোছানোর কাজ। তবে এই রুক্ষ শুষ্ক শীতের দিনে বাইরে বেরোলে কিছু কিছু জিনিস অবশ্যই লেডিস ব্যাগে থাকতে হবে।

এখন মহিলারা সব কর্মক্ষেত্রেই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। অনেককেই ব্রেকফাস্ট সেড়েই অফিস বেরুতে হয়।ফিরতে ফিরতে রাত আটটা-নটা। অফিস বা কর্মক্ষেত্রের ঝুঁকি সামলে নিজেকে সতেজ প্রাণচঞ্চল রাখতে বড় ভূমিকা নেয় সঙ্গের লেডিস ব্যাগ। তাই সেই ব্যাগ পরিকল্পনা মাফিক গুছিয়ে রাখা জরুরি।

ব্যাগ তো গোছাবেন কিন্তু সেই ব্যাগ তো ফ্যাশনেবেল এবং ট্রেন্ডিং হওয়া চাই। সেই ব্যাগ ক্ষেত্রবিশেষে ভিন্ন ভিন্ন হতে হবে। যেমন বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেলে কাঁধে থাকুক স্লিং ব্যাগ। আবার অফিসের কাজের জন্য শীতে আপনার সঙ্গী হোক ক্রসবডি ব্যাগ। এটি কাঁধের জন্য বেশ আরামদায়ক। গ্ল্যামারাস লুকের কারণে পোশাকের সঙ্গেও ভালো দেখায়। যে কোন স্টাইলিশ পোশাকের সঙ্গেও মানানসই। আবার বিয়ের পার্টি বা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার ডেটে ক্লাচ ব্যাগ ব্যবহার করতে ভুলবেন না।

এখন দেখা যাক ব্যাগের ভেতর কি কি জিনিস অবশ্যই থাকবে। শীতকালের লেডিস ব্যাগটা একটু বড় হোক। সারা বছরের জন্যই ব্যাগে অবশ্যই থাকবে পাওয়ার ব্যাংক, হেডফোন। কারণ স্মার্ট ফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না।

বাইরে বেরোলেই শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক হয়ে যায় খসখসে। তাই লেডিস ব্যাগে থাকুক ময়েশ্চারাইজার। তৈলাক্ত ত্বক হলে রাখুন অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। কম্বিনেশন ত্বকের টি জনে অয়েল ফ্রি ও বাকি অংশে অয়েল বেসড ময়শ্চারাইজার লাগাতে হবে।

বাড়িতে ভুলে গেলে রাস্তায় বা গাড়িতে লাগাতেই হবে সানস্ক্রিন। কারণ সকালে ফাউন্ডেশন ব্যবহার সম্ভব হয় না। তাই আপনার ফাউন্ডেশন এসপিএফ যুক্ত না হলে সানস্ক্রিন লাগাতে হবে।সেক্ষেত্রে তা অবশ্যই থাকুক লেডিস ব্যাগে।

শীত মানেই আজ এখানে পার্টি কাল সেখানে পার্টি। তাই ব্যাগে রাখতে হবে ফাউন্ডেশন। শীতে ম্যাট ফিনিসের বদলে ডিউই বা শাইনি ফিনিস দেয় এমন ফাউন্ডেশন ব্যবহার করলে সুন্দর দেখাবে। তবে স্কিন টোনের সাথে শেড মিলিয়ে নেওয়া জরুরি।

ব্যাগে অবশ্যই রাখুন বিবি ক্রিম। হালকা মেকাপের জন্য বিবি ক্রিম ফাউন্ডেশনের থেকে বেশি কার্যকর। আবার শীতে তা সব ধরনের ত্বকেই বিশেষ কার্যকরী।

অফিস থেকে ফেরার পথে পার্টি। মেকআপ করার সময় নেই। গাড়িতে বসেই সে কাজ সেড়ে নিতে চাইলে লেডিস ব্যাগে থাকুক কন্স্রিলার। ডার্ক সার্কেল, ব্রনোর দাগ ও ডার্ক স্পট ঢাকতে ব্যাগে রাখুন লিকুইড বা ক্রিম কন্স্রিলার।

সেইসঙ্গে লেডিজ ব্যাগে থাকতে হবে একটু ভারি ধরনের ক্রিম কম্প্যাক্ট পাউডার। এতে অয়েল কন্টেন্ট বেশি থাকতে হবে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। চোখ তো আর মুখের বাইরে নয়। তাই শীতে চোখের সাজে জন্য ব্যাগে রাখুন ফ্রস্টি, শিমারি আইস্যাডো। শীতের রাতের পার্টিতে স্মোকিং লুক বেশি মানাবে। এক্ষেত্রে ক্রিম আইস্যাডো ব্যাগে রাখতে পারেন।

একটা জিনিস অবশ্যই ভুলবেন না। ব্যাগে অবশ্যই থাকতে হবে লিপবাম। ব্যাগে দামি সুন্দর লিপস্টিক রয়েছে অথচ ঠোঁট শুষ্ক ফাটা,তেমনটি হলে চলবে কি করে! শীতে লিপস্টিকের বদলে টিন্টেড লিপবাম আর সাইনি গ্লসি লিপগ্লস রাখুন।

পার্টিতে যাবেন অথচ ব্লাস অন থাকবে না তাই কখনও হয়! তাই ফ্যাকাসে তত্ত্বে রঙিন করতে লেডিস ব্যাগে থাকুক ব্লাশ অন। গায়ের রং ফর্সা হলে বেছে নিন গোলাপি সেড। চাপা রং হলে ব্যাগে থাকুক পিচ, টেরাকোটা শেড। তবে ক্রিম ব্লাশই থাকুক সঙ্গে। ঝলমলে দেখাবে আপনাকে।

প্রথমেই বলেছিলাম শীতের লেডিস ব্যাগটি যেন একটু বড় হয়। কারণ টুকিটাকি এইসবের পাশাপাশি গলার স্কার্ফ বা হালকা চাদর রাখা উচিত। একটা ছোট্ট আয়না, চিরুনি তো থাকবেই।ব্যাগে রাখুন একটা সল্টেড কাজু, পছন্দ সহ  চকোলেট। অফিস ফেরত পার্টিতে গেলে এসব খাবার আপনাকে সতেজ রাখবে। ও হ্যাঁ, প্রয়োজনের ওষুধ রেখেছেন তো! একটা রুমালও থাক। টিস্যু পেপার থাকছেই। সময় বিশেষের জন্য স্যানিটারি ন্যাপকিন রাখতে ভুলবেন না।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version