Long hair tips: মাথার চুল কিছুতেই লম্বায় বাড়ছে না ? এই এক তেলের গুণেই সমস্যার সমাধান হবেই

।। প্রথম কলকাতা ।।

 

Long hair tips: কাঁধ-পিঠ পেরিয়ে চুল কোমর ছাপিয়ে যাক এমন স্বপ্ন প্রায় সব মেয়েরই থাকে। চুল লম্বা করার বাসনায় দীর্ঘ দিন চুল কাটেনও না। কিন্তু লেন্থ সেই একই থেকে যায়। এছাড়াও নানা রকম টোটকা, চুল লম্বা করার বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপন দেখে এক গুচ্ছে টাকা খরচ করে সেই সব জিনিস কেনেন। ফল না মিললে শেষে হা-হুতাশ করেন।

 

বে কেশসজ্জাশিল্পীরা বলছেন, এত কিছু একসঙ্গে ব্যবহার করলে উল্টে চুলের ক্ষতিই হয়। তার চেয়ে বরং লম্বা চুল পেতে ভরসা রাখতে পারেন বিশেষ একটি তেলের উপর। সেই তেল বাজারচলতি নয়, সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। কী ভাবে বানাবেন এই তেল? দেখে নিন ঝটপট

৪ কাপ নারকেল তেল, ৩ কাপ কারিপাতা, আধ কাপ শুকনো আমলকি, ১ কাপ শুকিয়ে রাখা জবা ফুলের পাপড়ি, আধ কাপ শুকনো মেথি। প্রথমে কড়াইতে নারকেল তেল গরম করে নিন। তার মধ্যে দিয়ে দিন কারিপাতা। নাড়াচাড়া করতে থাকুন। কারিপাতার রং একটু লালচে হয়ে এলে দিয়ে দিন আমলকি, মেথি এবং জবা ফুলের পাপড়ি।

 

সব উপকরণগুলি তেলের সঙ্গে মিশে গেলে একটি পরিষ্কার পাত্রে নামিয়ে ১২-১৪ ঘণ্টা রেখে দিন। তার পরে চুলে মেখে ভাল করে মাসাজ করে নিন। কয়েক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন এই তেল ব্যবহার করতেই পারেন। চুল লম্বা করার এর চেয়ে ভাল উপায় আর নেই। আপনাদের জানিয়ে রাখি রিপোর্ট অনুযায়ী মাসে গড়ে আধ ইঞ্চি করে প্রত্যেকের চুল লম্বা হয়। তাহলে হিসেব অনুযায়ী বছরে গড়ে ৬ইঞ্চি চুল লম্বা হয়। তবে এই পরিমাপের সামান্য হের ফের হতে পারে। চুলের স্বাভাবিক বৃদ্ধি থমকে গেলে কিন্তু আপনার বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

 

কয়েকটি জিনিস একটু মানবেন। যেমন নিয়মিত triming করা দরকার।  অন্তত দু-তিন মাস পরেই চুল ট্রিমিং করুন।  আসলে অতিরিক্ত দূষণ, ধুলো এবং রোধের কারণে ছেলের ক্ষতি হয়। মনে রাখবেন গরম তেল মালিশ করলে স্কাল্পে রক্ত সঞ্চালন ভালো হয়। চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ ঠিক হয়। ফলে চুলের বৃদ্ধি ও হয় দেখার মত।
চুলে পুষ্টির কোন অভাব হয় না। একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিয়ে তা হালকা আঁচে গরম করে নিতে পারেন। তুলোর সাহায্যে চুলের গোড়া এবং স্ক্যাল্পে ভালো করে এই তেল লাগিয়ে নিন তারপর ধীরে ধীরে মালিশ করুন। এতে চুল বৃদ্ধি পাবে।

https://fb.watch/sGq53YyBWF/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version