।। প্রথম কলকাতা ।।
Oxidised jewellery: কয়েক বছর ধরেই অক্সিডাইজড জুয়েলারি একটি ট্রেন্ডে (Trande) পরিণত হয়েছে। আপনি যে কোনো পোশাকের সঙ্গে এই গহনাগুলি পড়ে স্টাইল করতে পারেন। ভিন্ন ডিজাইনের অক্সিডাইস জুয়েলারি আপনার লুক (Look) পরিবর্তনের সঙ্গে এনে দেয় নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। তাছাড়া বিভিন্ন ধরনের অক্সিডাইজড জুয়েলারি ভীষণ ট্রেন্ডি।
অক্সেডাইজড জুয়েলারি কেনার সময় তার গুণগত মান যাচাই করে নেওয়া উচিত। নিম্নমানের অক্সিডাইজড জুয়েলারির ক্ষেত্রে এলার্জি বা সংক্রমণের সম্ভাবনা থাকে। যেহেতু ধাতু দিয়ে তৈরি করা হয় তাই গহনা কেনার সময় গুণগতমানের দিক খেয়াল রাখুন।
অক্সিডাইজড জুয়েলারি পড়ার সময় খেয়াল রাখবেন যেন এটি পারফিউম বা কোনো প্রসাধনী পণ্যের সংস্পর্শে না আসে। গহনা পড়ার আগে যেন আপনার পারফিউম শুকিয়ে যায়।
গহনাগুলি পরিষ্কার করতে আপনি মাজনের গুড়ো ব্যবহার করতে পারেন। এতে অক্সিডাইজডের অতিরিক্ত কালচে ভাব বা আদ্রতার কারণে যে কালো ভাব হয়েছে তা দূর হয়ে যাবে। অথবা আপনি মাজন লাগিয়ে গরম জলেও ধুয়ে নিতে পারেন। অক্সিডাইজড জুয়েলারির উজ্জ্বলতা বৃদ্ধি করতে গহনাগুলিতে টমেটো কেচাপ লাগাতে পারেন। টমেটোয় থাকা অ্যাসিড একেবারে নতুন করে তোলে।
আবার বেকিং সোডার জলে (Water) ৩০ মিনিট পর্যন্ত জুয়েলারিগুলিকে ডুবিয়ে রাখুন তারপর গরম জলে ধুয়ে ফেলুন এতেও ভালো থাকবে আপনার প্রিয় জুয়েলারি।
এছাড়াও প্রথমে জল গরম করে গরম জলে নুনু পাতিলেবুর রস মিশিয়ে নিন এবার এই মিশ্রণে জলে আপনার সাধের গয়না গুলোকে মিনিট পাঁচেকের জন্য ডুবিয়ে রাখুন তারপর জল থেকে তুলে নিন। এরপর নরম কাপড় দিয়ে সেটা মুছে ফেললেই কেল্লাফতে। আধ কাপ ভিনেগার এবং দু চামচ বেকিং সোডা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে পারেন । গয়নাগুলো ডুবিয়ে রাখুন সেই মিশ্রণের মধ্যে। অন্তত দুই থেকে তিন ঘন্টা ডুবিয়ে রাখবেন ।তারপর তুলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম