জবা ফুলের এই বিশেষ তেল দিয়েই চুল পড়া বন্ধ হবে! কীভাবে বানাবেন ? দেখুন সহজ পদ্ধতি

।। প্রথম কলকাতা ।

মাত্র ২ সপ্তাহে চুল পড়া বন্ধ হবে জবা ফুলের তেলে হ্যাঁ মাত্র ২ সপ্তাহে! বিশ্বাস হচ্ছে না? জবা ফুল দিয়ে চুল ঘন হবে আপনার। বাড়িতেই কীভাবে এই তেল বানাবেন ? সবচেয়ে সহজ পদ্ধতি জেনে নিন। জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসি়ড রয়েছে যা, চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে।তাহলে বুঝতেই পারছেন জবা ফুল আপনার চুলের জন্য ঠিক কতটা উপকারী! চুলের প্রাকৃতিক জেল্লা ধরেও রাখে। কিন্তু কোন উপায়ে জবা ফুল ও পাতা ব্যবহার করবেন, জানেন?

আমন্ড অয়েলের সঙ্গে জবা ফুলের পাপড়ি মিশিয়ে দিন। এই তেল ফোটানোর বদলে শিশিতে ভরে রোদে রাখুন। ১৫ দিন ২-৩ ঘণ্টা রোদে রাখলেই আপনার হেয়ার অয়েল তৈরি বলছেন বিশেষজ্ঞরাও। সকলের বাড়িতেই টবে জবা গাছ থাকে। এই ফুলের পাপড়ি থেকে পাতা যে কত উপকারী তা জানেন না অনেকেই। শুধু একরকম ভাবে নয়। আরও বিভিন্ন উপায়ে জবার তেল বানানো যায়। জবা ফুলগুলো ভালো করে ধুয়ে নিন, পাতাগুলিও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এবার প্রত্যেকটি উপাদান গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে এরপর এবার এই মিশ্রণটি নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। এই তেল ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আপনি পাবেন ঘন কালো চুল।

কেন অনান্য ফুলের থেকে জবা ফুল এতোটা আলাদা?

বিশেষজ্বঞরা লছেন এই ফুলটিতে এমন কিছু উপাদান রয়েছে, যা খুশকির সমস্যা দূর করতে এবং চুল পড়া কমাতে দারুন কাজে দেয়। শুধু তাই নয়, অকালে চুল সাদা হয়ে যাওয়া আটকাতেও এটি সাহায্য করে। জবা ফুলের তেলে প্রচুর মাত্রায় ভিটামিন-সি, এআলফা-হাইড্রোক্সিল অ্যাসিড থাকে যা চুলের স্বাস্থ্য ভালো করে। বাজারে জবা ফুলের তেল কিনতে পাওয়া যায় আপনি তা কিনে এনেও ব্যবহার করতেই পারেন কিন্তু তাতে প্রচুর পরিমাণে রাসায়নিক থাকে সেটা মাথায় রাখবেন। ফলে চুলের দফারফা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এর থেকে জবা ফুলের তেল বাড়িতেই বানিয়ে নেওয়া ভালো তাতে উপকারও বেশি পাবেনখুব অল্প দিনেই ফল পাবেন।

এই তেল সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুলে ব্যবহার করতে হবে। হাতের তালুতে নিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। মাসাজ করতে হবে স্ক্যাল্পেও, যাতে তেল চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছতে পারে। তেল লাগানোর পর গরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন।ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নেওয়া ভালো। তবে সব প্রাকৃতিক উপাদানই যে সবার চুলের জন্য, এমন কিন্তু নয়। তাই চুলের ধরন বুঝে যে কোনও প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version