কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভর করে এগোবে ভারত! দেশের জন্য গুগল আনছে একগুচ্ছ পরিকল্পনা

Google For India 2022 : স্বাস্থ্য থেকে কৃষি সবেতেই এসেছে প্রযুক্তির ছোঁয়া। ডিজিটাল দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত গতিতে বাড়াতে 'গুগল ফর ইন্ডিয়া ২০২২' অনুষ্ঠানে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা করল টেক জায়েন্ট।

।। প্রথম কলকাতা ।।

সোমবার শুরু হয় গুগল ফর ইন্ডিয়া ২০২২ (Google For India 2022) এর অষ্টম এডিশন। ভারতীয় স্মার্টফোন ইউজারদের জন্য এদিন একাধিক নতুন বৈশিষ্ট্য নিয়ে আসার কথা জানিয়েছে গুগল। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরই বেশি জোর দিতে চায় টেক জায়েন্ট। এই প্রযুক্তি ভবিষৎ ডিজিটাল পরিকাঠামোর জন্য যে কতটা জরুরি তা সম্পর্কে ভালো মতোই ওয়াকিবহাল গুগল এবং ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই, গুগল ইন্ডিয়ার প্রধান সঞ্জয় গুপ্তা এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গুগলের মতে, ভারতের লক্ষ লক্ষ ইউজারদের কাছে গুগল সার্চ একটি অন্তর্নিহিত অংশ। তাদের ব্যবসা ও তাদের দৈনন্দিন জীবনে যার ভূমিকা অপরিসীম। সেই কথা ভেবেই সার্চিংয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যোগ করতে চলেছে তারা। শুধু তাই নয়, মহিলা নেতৃত্বাধীন বিভিন্ন স্টার্ট-আপ ও সংস্থাগুলিতে বিনিয়োগের পরিকল্পনাও ব্যক্ত করেছে তারা।

 

আরও পড়ুন : আপত্তিকর কমেন্ট করার আগে দশবার ভাবতে হবে, জরুরি বৈশিষ্ট্য আনছে YouTube

 

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিজিলকার

সবার হাতে বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। যেখানে লুকিয়ে গোটা বিশ্বের খবরাখবর। এই সুবিধা ছাড়াও পরিচয় পত্র ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের জন্য এবার ডিজিলকারে সাথে (DigiLocker) একীকরণ ঘটাতে চলেছে গুগল। কৃত্রিম মুদ্ধিমত্তার সাহায্যে গুগল ফাইল অ্যাপে গুরুত্বপূর্ণ নথি শনাক্ত করার সুবিধা প্রদান করবে তারা, একইসাথে একটি ফোল্ডারে সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে সেই নথিগুলি। টেক জায়েন্ট জানিয়েছে, এবার থেকে সব অ্যান্ড্রয়েড ফোনে ডিজিলকার থাকবে।

 

গুগল পে

আর্থিক লেনদেনের সময় সন্দেহজনক কিছু ঘটলেই সতর্ক করবে গুগল পে। কড়া নিরাপত্তার প্রলেপে মুড়ে ফেলা হবে গুগল পে। এমন একটি বৈশিষ্ট্য আনা হবে যেখান থেকে উক্ত লেনদেন আসল নাকি জালি তা নির্ধারণ করা যাবে খুব সহজে। পাশাপাশি উন্নত অ্যালগরিদম ব্যবহার করা হবে এবং ইউজারের আঞ্চলিক ভাষায় তাঁকে সতর্কবার্তা পাঠাবে গুগল।

 

আরও পড়ুন : Avatar 2 Technology: কম্পিউটার জেনারেটেড ওয়াটারে শুটিং হয়েছে গোটা ফিল্ম, দেখলে মনেই হবে না

 

প্রেসক্রিপশন পড়তে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন বুঝে ওঠা দায়? কেউ কেউ তো আবার ওষুধের নাম খুঁজতে ছুঁটে যান নিকটবর্তী মেডিক্যাল স্টোরে। যদিও ভবিষতে তা করতে হবে না বলে আশাবাদী গুগল। কারণ এই ক্ষেত্রে ইউজারকে সাহায্য করবে তার মোবাইলের ক্যামেরা। মেডিক্যাল প্রেসক্রিপশন স্ক্যান করার জন্য বিশেষ আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি আনা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যামেরায়।

গুগল সার্চ ইঞ্জিন ও ইউটিউব

গুগল সার্চে এই মুহূর্তে ইংরেজি ও হিন্দি ভাষার বিকল্প দেওয়া হয়। তবে অদূর ভবিষতে তামিল, তেলেগু, মারাঠি এবং বাংলা ভাষাও যোগ হবে বলে জানিয়েছে গুগল। নিজের মাতৃভাষায় এবার ব্যবহার করা যাবে গুগল সার্চ। অপরদিকে ইউটিউব সার্চেও আসছে আমূল পরিবর্তন। শীঘ্রই ইউজাররা ইউটিউব ভিডিওর মধ্যে একটি নির্দিষ্ট বিষয় সার্চ করার বিকল্প পাবে। এইভাবে ইউজারদের নির্দিষ্ট বিষয় খুঁজে পেতে ভিডিওটি ফরওয়ার্ড বা সামনে স্ক্রোল করতে হবে না।

এ ছাড়া কৃষিক্ষেত্রে উপার্জনের কি কি সম্ভাবনা রয়েছে এবং কেমন সুযোগ রয়েছে এই সেক্টরে তা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে কৃষকদের স্মার্টফোনে তুলে ধরবে গুগল। পাশাপাশি এই প্রযুক্তি প্রাকৃতিক এবং মানবসৃষ্ট জলাশয় শনাক্ত করতে সাহায্য করবে কৃষকদের।

Exit mobile version