Once-A-Week Insulin: ডায়াবেটিস রোগীদের জন্য সুসংবাদ, রোজ ইনসুলিন নেওয়ার ঝঞ্ঝাট শেষ! আসছে নতুন ওষুধ

।। প্রথম কলকাতা ।।

Once-A-Week Insulin: ভারতের ডায়াবেটিস রোগীদের জন্য ভালো খবর রয়েছে। শীঘ্রই প্রতিদিন ইনসুলিন নেওয়ার ঝামেলা থেকে তারা মুক্ত হতে চলেছেন। news18.com এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ইনসুলিন নির্মাতা নভো নরডিস্ক এক ধরনের নতুন ইনসুলিন চালু করার পরিকল্পনা করেছে। যা সপ্তাহে মাত্র একবার নিতে হবে। ডেনমার্ক ভিত্তিক এই কোম্পানি সপ্তাহে একবার ইনসুলিনের ডোজ নিয়ে ইতিমধ্যেই কাজ করছে। মনে করা হচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এটি ভারতীয় বাজারে (Indian Markets) পাওয়া যাবে।

ভারতের প্রায় ৭.৭ কোটিরও বেশি ডায়াবেটিস রুগী (Diabetics) রয়েছেন। যাদের কাছে এই নতুন ইনসুলাইন গেম চেঞ্জার হতে পারে। ভারতের মোট ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায় ৫০ লক্ষ শুধুমাত্র ইনসুলিনের উপর নির্ভরশীল। নভো নরডিস্ক গ্লোবাল (Novo Nordisk’s Global) বিজনেস সার্ভিসেসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর জানান, ইতিমধ্যেই এই সংস্থা এই বিষয়ে পরীক্ষা করে ইতিবাচক ফলাফলের জন্য অপেক্ষা করছে। যার বেশি সংখ্যক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে ভারতে। কোম্পানিটি প্রায় ২৭ টি সাইট জুড়ে ট্রায়াল পরিচালনা করছে। যেখানে অন্তর্ভুক্ত রয়েছে ভারতের ২১৭ জন রোগী। বৈশ্বিক বা মার্কিন বাজারে আর ভারতে এই পণ্য লঞ্চ করার হয়ত আর বেশি দেরি নেই। এই ফার্মা জায়েন্ট ১৬ই ফেব্রুয়ারি তাদের ১০০ বছর পূর্তি উদযাপন করেছে।

ইনসুলিনের খরচ এক কাপ কফির থেকেও কম

ভারতীয় রোগীদের জন্য এই ওষুধের যুক্তিসঙ্গত মূল্যের প্রশ্নে জানানো হয়, মানুষের ইনসুলিনের চিকিৎসার খরচ রাস্তার ধারের এক কাপ কফির থেকেও কম। সংস্থার তরফ থেকে জানানো হয় যখন তারা এই উদ্ভাবন চালু করেন তখন তাদের নিশ্চিত করতে হয় যে সারা বিশ্বে স্বাভাবিক মূল্য কেমন রয়েছে। তারা মূল্য নির্ধারণের প্রতি যত্ন নিয়ে দাম সীমার মধ্যে রেখেছেন যাতে সমস্ত দেশের জন্য সমস্ত দেশের কাছে তা গ্রহণযোগ্য হতে পারে। ভারত অস্ট্রেলিয়ার পরে বাণিজ্যিকভাবে নভো নরডিস্কের জন্য এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় বৃহত্তম বাজার। এই সংস্থার মতে প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশে মানুষ ডায়াবেটিস নিয়ে বসবাস করছেন প্রায় ৮ কোটি মানুষ। তাদের দাবি অনুযায়ী, প্রায় ৩৫ লক্ষ মানুষ তাদের ওষুধের উপর নির্ভর করে। যেখানে ভারত ফার্মের রাজস্বের মাত্র এক শতাংশ অবদান রাখে। বিশ্বব্যাপী কোম্পানির উপর নির্ভরশীল রোগীর সংখ্যার পরিপ্রেক্ষিতে সেই রোগীদের ৮ শতাংশ রয়েছে ভারত থেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version