Brahma Kamal: প্রস্ফুটিত ব্রহ্ম কমলে উজ্জ্বল হয় ভাগ্য, এই ফুলের বাস্তু উপকারিতা জানা আছে ?

।। প্রথম কলকাতা ।।

Brahma Kamal: ফুল বলতে সাধারণত আমরা সৌন্দর্যের প্রতীক বুঝি। নিজেদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্যও সাজানো হয় ফুল দিয়ে। কিন্তু জানেন কি এমনও এক ধরনের ফুল রয়েছে যা মানুষের ভাগ্য বদলাতে সক্ষম। ব্রহ্ম কমল, এই ফুলটি ভগবান শিবের খুব প্রিয় ফুল বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র মতে, এই ফুলের রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। তাই ব্রহ্ম কমল ফুলকে আর পাঁচটা সাধারণ ফুলের চোখে দেখেন না হিন্দু ধর্মাবলম্বীরা। কেদারনাথ, বদ্রিনাথ এবং তুঙ্গনাথের পবিত্র মন্দির গুলিতে শিবের উপাসনা করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই ব্রহ্ম কমল।

* ব্রহ্ম কমলের আধ্যাত্বিক তাৎপর্য

হিন্দু সংস্কৃতি অনুসারে ব্রহ্ম কমল ফুলটির নামকরণ করা হয়েছে ভগবান ব্রহ্মার নাম অনুসারে। এছাড়াও প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ফুলের মধ্যেই বসবাস করেন ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু। তাই এই ফুল ভগবান শিবকে নিবেদন করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। আবার লোক বিশ্বাস অনুযায়ী, বহ্ম কমলকে কেউ যদি স্বচক্ষে কুঁড়ি থেকে ফুল হতে দেখেন, তবে তাঁর জীবনে সুখ সমৃদ্ধির কখনও অভাব হয় না।

* ব্রহ্ম কমলের বাস্তু তাৎপর্য

বাস্তুশাস্ত্র অনুসারে, বহ্ম কমল যেকোনো ব্যক্তির জীবনে সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে। এছাড়াও কোন ব্যক্তির জীবনের মানসিক ভারসাম্য বজায় রাখতে ব্রহ্ম কমল ভীষণভাবে উপকারী। যদি কোন বাড়িতে ব্রহ্ম কমল গাছ থাকে তবে সেই বাড়িতে অশুভ শক্তির আনাগোনা হয় না। এই গাছ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশকে শুদ্ধ করে। এছাড়াও বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী, ব্রহ্ম কমল নিজের বাড়িতে রাখা অত্যন্ত শুভ। কিন্তু সেই ফুল ক্রয় বিক্রয় করা একেবারেই উচিত নয়। এমনকি উপহারও দেওয়া যায় না ব্রহ্ম কমল।

* বাস্তু অনুসারে কোথায় রাখবেন ব্রহ্ম কমল ?

আমরা নিজেদের পছন্দমত ফুল বাড়ির যেখানে সেখানে রাখতে পারি কিন্তু ব্রহ্ম কমল ফুলের যেহেতু অলৌকিক ক্ষমতার কথা লোক মুখে এবং হিন্দু শাস্ত্রে প্রচারিত তাই বাড়ি যেখানে সেখানে ব্রহ্ম কমল উদ্ভিদ রাখা যায় না। এই গাছ বাড়ির মাঝখানে রাখা অত্যন্ত শুভ। কিন্তু যদি তা না হয় তবে মন্দিরের কাছাকাছি এই গাছ রাখা উচিত। ঘরের মধ্যে ব্রহ্ম কমলের গাছ থাকলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে।

বহ্ম কমল অর্থাৎ ব্রহ্মার হাতে থাকা পদ্ম। এই গাছটির বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না। তাই এটি ঘরের কোন পবিত্র স্থানে রাখাই যায়। হিন্দু শাস্ত্র মতে, ব্রহ্মার অপর রূপ হিসেবে দেখা হয় ব্রহ্ম কমলকে। এছাড়াও সাদা রঙয়ের এই ব্রহ্ম কমল মা লক্ষ্মীরও খুব পছন্দের। যেকোনো ব্যক্তির আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারে এই সুন্দর ফুলটি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version