পৃথক কোম্পানি হিসাবে নিজেদের ঘোষণা করলো Flipkart ও Phonepe

Flipkart & Phonepe Separation: আলাদা হয়ে গেল ওয়ালমার্ট (Walmart) মালিকধীন দুই সংস্থা Phonepe এবং Flipkart।

।। প্রথম কলকাতা ।।

ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং পেমেন্ট অ্যাপ্লিকেশন Phonepe এবার থেকে আলাদা দুই সত্তা। এদিন দুই সংস্থার তরফেই ঘোষণা করা হয়েছে, তারা আর একসাথে থাকছে না। পৃথক দুটি সংস্থা হিসাবে নিজেদের ব্যবসায়িক কাজ এগিয়ে নিয়ে যাবে তারা। মার্কিন জায়েন্ট তথা রিটেল কর্পোরেশন ওয়ালমার্ট (Walmart) মালিকধীন এই দুই সংস্থা ২০১৬ সাল থেকে যৌথ ব্যবস্থাপনায় কাজ চালিয়ে যাচ্ছিলো।

২০১৬ সালে পেমেন্ট অ্যাপ Phonepe অধিগ্রহণ করে Flipkart। বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে সামঞ্জস্য রেখেই পরিচালনা এগোচ্ছিলো দুই সংস্থার। বর্তমান তারিখ অবধি প্রায় ৪০০ মিলিয়নের বেশি নথিভুক্ত ইউজার রয়েছে Flipkart এ। দেশজুরে Phonepe এর সুনামও কম নয়। যবে থেকে এই অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে তবে থেকে আজ অবধি প্রায় ৩৫ মিলিয়ন ব্যবসায়ীদের ডিজিটাইজ করেছে এই প্ল্যাটফর্ম।

 

আরও পড়ুন : Telecom Tariff Hike: মহার্ঘ্য হবে মোবাইল খরচ! নতুন বছরে রিচার্জের দাম বাড়াতে পারে Jio, Airtel

 

ইউপিআই মার্কেট শেয়ারেও বিরাট আধিপত্য Phonepe এর। এদিন দুই সংস্থার পক্ষ থেকে বলা হয়, দুই ব্যবসাকে পৃথক সত্তা হিসাবে গঠন করার ফলে বিনিয়োগকারীদের জন্য ভারতীয় প্রযুক্তি ইকোসিস্টেমে অংশগ্রহণে নতুন সুযোগ তৈরি করবে। যা দুটি সংস্থার শেয়ারহোল্ডারদের জন্য এন্টারপ্রাইজ মান সর্বাধিক করতে সহায়তা করবে।

এই লেনদেনের অংশ হিসেবে, ওয়ালমার্টের নেতৃত্বে বিদ্যমান Flipkart সিঙ্গাপুর এবং Phonepe সিঙ্গাপুরের শেয়ারহোল্ডাররা সরাসরি Phonepe ইন্ডিয়াতে শেয়ার ক্রয় করেছে। যার ফলে Phonepe সম্পূর্ণ ভারতীয় আবাসিক সংস্থা হিসাবেই বিবেচিত হবে।

 

আরও পড়ুন : Netflix কিংবা Amazon Prime পাসওয়ার্ড শেয়ার করলেই হাজতবাস! এই দেশে চালু কড়া নিয়ম

 

এই প্রসঙ্গে, Phonepe এর সিইও সমীর নিগম বলেন, Flipkart এবং PhonePe হল দুটি গর্বিত, স্বদেশী ভারতীয় ব্র্যান্ড যার ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়নের উপরে। আমরা আমাদের প্রবৃদ্ধির পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছি কারণ আমরা নতুন ব্যবসায় বিনিয়োগ করছি। যেমন বীমা, সম্পদ ব্যবস্থাপনা এবং ঋণ প্রদান। পাশাপাশি ভারতে UPI বাজারও আমাদের লক্ষ্য। এই পদক্ষেপ কোটি কোটি ভারতীয়কে আর্থিক অন্তর্ভুক্তি প্রদানের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

অন্যদিকে Flipkart এর সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানান, Flipkart গ্রুপ অনেক সফল উদ্যোক্তা তৈরি করেছে দেশে। আমরা PhonePe-কে তার নিজের অধিকারে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে বেড়ে উঠতে দেখে গর্বিত। আমরা আত্মবিশ্বাসী যে PhonePe লক্ষ লক্ষ ভারতীয়দের আর্থিক অন্তর্ভুক্তি প্রদানের লক্ষ্য অর্জন করতে থাকবে। Flipkart প্রযুক্তি এবং বাণিজ্যে উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি ভারতীয়র স্বপ্নকে ক্ষমতায়ন করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

Exit mobile version