Telecom Tariff Hike: মহার্ঘ্য হবে মোবাইল খরচ! নতুন বছরে রিচার্জের দাম বাড়াতে পারে Jio, Airtel

।। প্রথম কলকাতা ।।

নতুন বছরের শুরুতেই টান পড়তে পারে পকেটে। ২০২৩ থেকে রিচার্জ প্ল্যানের মূল্য (Tariff Hike) বাড়াতে পারে টেলিকম সংস্থাগুলি। এবার হয়তো কথা বলার জন্য ও ইন্টারনেট ব্যবহারের জন্য আগের থেকে বেশি খরচ করতে হবে গ্রাহকদের। ২০২৩ সালে এই সিদ্ধান্ত নেবে Jio এবং Airtel। বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, ১০ শতাংশ হারে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করতে পারে এই দুই টেলকো।

উক্ত সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ১০ শতাংশ হারে দাম বৃদ্ধি করতে পারে Bharti Airtel এবং Reliance Jio। অর্থাৎ টানা ৩ বছরে প্রতিটি চতুর্থ ত্রৈমাসিকে এই দাম বৃদ্ধির কোপে পড়বেন গ্রাহকরা। জানা গিয়েছে, রেভেনিউ এবং মার্জিন বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছে টেলিকম সংস্থাগুলি। পূর্বে যে রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা হয়েছিল তার সুযোগ-সুবিধা ইতিমধ্যে ফুরিয়ে গিয়েছে।

 

আরও পড়ুন : Missed Call Fraud: বারবার মিসড কল, এক পলকেই অ্যাকাউন্ট সাফ! যে ভাবে সাবধান হবেন

 

অন্যদিকে ক্রমশ চাপ পড়ছে রেভেনিউ এবং মার্জিনে। সাধারণত রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক থাকে এআরপিইউ (ARPU) বা অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এই নির্দেশক দ্রুত হারে বাড়ছে টেলিকম সংস্থাগুলির জন্য। আগামী দিনে যদি মোবাইল প্ল্যানের খরচ আরও বাড়ে তাহলে এআরপিইউ ও বৃদ্ধি পাবে বলে মনে করছে ব্যবসায়িক মহল।

tariff hike

 

সেপ্টেম্বর ত্রৈমাসিকের পরিসংখ্যান অনুসারে, Reliance Jio এর এআরপিইউ বৃদ্ধির হার ০.৮ শতাংশ, Vodafone Idea এর বেড়েছে ১ শতাংশ হারে এবং প্রিমিয়ামাইজেশনের ফলে Bharti Airtel এর বেড়েছে ৪ শতাংশ হারে।

 

আরও পড়ুন : ভারতীয় আইফোন ইউজারদের জন্য সুখবর! 5G আপডেট দেওয়া শুরু করল Apple

 

উল্লেখ্য বিষয় হল, সম্প্রতি ট্যারিফ প্ল্যান বা রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছে Bharti Airtel। যার অন্যতম উদাহরণ ৯৯ টাকার প্রি-পেইড প্ল্যান। এই প্ল্যানের সুবিধা ছিল ১০০ টি মেসেজ, ১ জিবি ডেটা, Airtel Xtream, Wynk Music এবং Zee5 প্রিমিয়াম অ্যাক্সেস। এই প্ল্যানের বৈধতা ছিল ১৮ দিন। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, ওড়িশা, রাজস্থান এবং উত্তর প্রদেশের নির্দিষ্ট কয়েকটি সার্কেলে এই প্ল্যান চালু করা হয়েছিল। লাভের অঙ্ক কমে যেতে এই প্ল্যান বন্ধ করে দেয় Airtel, পরিবর্তে অনুরূপ একটি প্ল্যান বেশি খরচে ১৫৫ টাকা মূল্যে লঞ্চ করে টেলিকম সংস্থা।

Exit mobile version