Netflix কিংবা Amazon Prime পাসওয়ার্ড শেয়ার করলেই হাজতবাস! এই দেশে চালু কড়া নিয়ম

Netflix Password Sharing : ওটিটি অ্যাপগুলির পাসওয়ার্ড শেয়ার করার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এই অভ্যাস আপনার জীবনে ডেকে আনতে পারে বড় আইনি সমস্যা।

।। প্রথম কলকাতা ।।

বোন-দিদি, দাদাদের পাশাপাশি অনেকে বন্ধুবান্ধব প্রেমিক-প্রেমিকার সাথেও শেয়ার করে থাকেন Netflix কিংবা Amazon Prime এর পাসওয়ার্ড। সাবস্ক্রিপশন একজনের থাকলেও ওটিটি অ্যাপগুলির সুবিধা উপভোগ করেন একাধিক মানুষ। যার জেরে লোকসানের সম্মুখীন হচ্ছে সংস্থাগুলি। এই নিয়ে চলতি বছরই উদ্বেগ প্রকাশ করেছিল Netflix। সংস্থার দাবি ছিল, পাসওয়ার্ড শেয়ার হওয়ার কারণে তাদের আয়ে বিরাট প্রভাব পড়েছে। কিন্তু এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন বা রেগুলেশন ছিল না। তবে এবার থেকে পাসওয়ার্ড শেয়ার করলে হতে পারে শাস্তি।

টরেন্টফ্রিকের রিপোর্ট অনুযায়ী, এবার থেকে Netflix , Disney+ এবং Amazon Prime Video-এর পাসওয়ার্ড শেয়ার করলে সেটি আইনত অপরাধ হিসাবে ধরা হবে। ব্রিটেনে চালু হচ্ছে এই নয়া নিয়ম। ব্রিটিশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসের দ্বারা পাইরেসি নির্দেশিকা অনুযায়ী স্ট্রিমিং পরিষেবাগুলিতে পাসওয়ার্ড শেয়ার করা অবৈধ কাজ হিসাবে বিবেচিত হবে। এই পদক্ষেপ কপিরাইট আইন ভঙ্গ করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কাউন্সিল।

 

আরও পড়ুন : ঝক্কি-ঝামেলার দিন শেষ! স্মার্টফোন ও ল্যাপটপে খুব সহজেই বদলে নেওয়া যাবে ব্যাটারি

 

যদিও Netflix অনেকদিন আগে তাদের শর্তাবলীতে উল্লেখ করেছে, বাড়ির বাইরে বন্ধু বা পরিচিতদের পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। কিন্তু তবুও এই নির্দেশিকা অমান্য করছিলেন অনেকে। যার জেরে কঠোর পথে হাঁটতে বাধ্য হয়েছে ব্রিটিশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (IPO)।

পাসওয়ার্ড শেয়ার মানে আইনি অপরাধ

netflix

 

এই মর্মে এক বিবৃতিতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস জানিয়েছে, বিনোদন এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জন্য পাইরেসি একটি প্রধান সমস্যা। অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেট ছবি সংযুক্ত করা বা কোডি বক্সের মাধ্যমে ফিল্ম, টিভি সিরিজ বা লাইভ স্পোর্টস ইভেন্ট অ্যাক্সেস করা, সাবস্ক্রিপশন না দিয়ে ফায়ার স্টিকস বা অ্যাপ হ্যাক করা কপিরাইট লঙ্ঘন নির্দেশ করে। এই কাজ যদি কেউ করে তাঁকে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে ওটিটি অ্যাপগুলি আদালতের সাহায্য নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে।

 

আরও পড়ুন : YouTube থেকে হবেন মালামাল! আয়ের পথ সুগম করতে আসছে নতুন মনিটাইজেশন

 

Netflix এ পাসওয়ার্ড শেয়ারের জন্য বাড়তি টাকা

ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৩ সাল থেকে পাসওয়ার্ড শেয়ারিং অপশন বন্ধ করতে পারে Netflix। পাসওয়ার্ড শেয়ার করার জন্য সাবস্ক্রাইবারদের থেকে নির্দিষ্ট অর্থ চার্জ করতে পারে সংস্থাটি। সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। এর জন্য বিশেষ অ্যাড-অন পেমেন্ট ফিচার আনছে Netflix। এই অর্থ ৩ ডলার বা তার বেশি হতে পারে। যদিও এই অ্যাড-অন পেমেন্ট ফিচার ল্যাটিন আমেরিকার দেশগুলিতে প্রথম শুরু করছে Netflix।

এই প্রসঙ্গে বলে রাখি, মার্কন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে অ্যাড-অন পেমেন্ট ফিচার চালু করেছে Netflix। মূল্য রাখা হয়েছে ৬.৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭৮ টাকা)। এই পদক্ষেপ ইঙ্গিত করে যে পাসওয়ার্ড শেয়ারিং নিয়ে যথেষ্ট মনোযোগী Netflix। যদিও Amazon Prime এখনও পর্যন্ত এই ধরণের কোনও নিয়ম চালু করেনি। ভারতে Netflix এর এই নিয়ম চালু হবে কিনা সে বিষয়ে পোক্ত তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version