।। প্রথম কলকাতা ।।
Aquarium Vastu Tips : অনেকের বাড়িতেই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকে সুন্দর রঙবেরঙের মাছ ভর্তি অ্যাকোয়ারিয়াম থাকে। বাড়ির লিভিং রুম কিংবা বেডরুমে যদি একটা ছোট অথবা বড় সাইজের অ্যাকোয়ারিয়াম থাকে তাহলে তা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। সুন্দর নানা রঙের ছোট মাছগুলিকে এদিক-ওদিক ঘুরতে দেখে পরিবারের সদস্যদের মনেও আনন্দ অনুভূত হয়। কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের পেছনেও রয়েছে কিছু শুভ-অশুভ ইঙ্গিত। যেই অ্যাকোয়ারিয়ামের মাছ দেখতে এত সুন্দর লাগে সেই মাছ যদি আচমকাই মারা যায় তাহলে কী হয় জানেন ?
চীনা ভূ-শাস্ত্র বা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখা অত্যন্ত শুভ। তাতে বাড়ির নেতিবাচক শক্তিগুলি ক্রমশ হ্রাস পেতে থাকে। কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকা মাছ যদি মারা যায় তবে তা শুভ বলেই মনে করা হয়। কোন মৃত্যুই খুশির খবর নয় তবে কেন অ্যাকোয়ারিয়ামে মাছ মারা যাওয়াকে শুভ বলে মনে করা হয়। ফে শুই মতে, যখন বাড়িতে রাখা অ্যাকোয়ারিয়ামে কোন মাছের মৃত্যু হয় তখন বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিগুলি সে সঙ্গে নিয়ে যায়, এমনটাই বিশ্বাস।
যার কারণে হঠাৎ করে আপনার অ্যাকোয়ারিয়ামে থাকা সুস্থ সবল রঙিন মাছ মারা গেলে তা আপনার বাড়ির জন্য শুভ। যদিও মন ভেঙে যাওয়া স্বাভাবিক কিন্তু তাতে কোন অশুভ শক্তির প্রভাব পড়ে না বাড়ি এবং পরিবারের সদস্যদের উপরে। অ্যাকোরিয়ামে সব সময় নয়টি মাছ একসঙ্গে রাখতে হয়। মূলত বিজোড় সংখ্যার মাছ অ্যাকোয়ারিয়াম রাখা অত্যন্ত ভালো বলে মনে করা হয়। এছাড়াও যদি আপনার অ্যাকোয়ারিয়ামে থাকে কোন কালো মলি বা অন্য ধরনের কোন কালো রঙের মাছ তবে আপনার বাড়ির নেতিবাচক শক্তিগুলিকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে।
* ভারতীয় বাস্তুশাস্ত্র কী বলে ?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর-পূর্ব দিকে অথবা দক্ষিণ-পশ্চিম দিকে অ্যাকোয়ারিয়াম রাখা অত্যন্ত শুভ। তবে কখনই অ্যাকোয়ারিয়াম রান্না ঘরের মধ্যে কিংবা রান্না ঘরের আশেপাশে রাখা উচিত নয়। এছাড়া অ্যাকোয়ারিয়ামে রাখা নয়টি মাছের মধ্যে একটি হতে হবে ড্রাগন ফিশ এবং আরও একটি হতে হবে গোল্ডফিশ। বাদবাকি নিজের পছন্দমত মাছ রাখতে পারেন আপনি। বাস্তুশাস্ত্রে বলছে মাছ যখন জলে দ্রুত সাঁতার কাটে তখন একটি পজিটিভ এনার্জি তৈরি হয়। এছাড়াও যখন অ্যাকোয়ারিয়ামে থাকা জলের মধ্যে আওয়াজ হয় তখন তা থেকে পজিটিভ এনার্জি নির্গত হয়। যা মন-মস্তিষ্ককে ঠান্ডা রাখে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম