Samudra Shastra: হাতের আঙুলের বিশেষ চিহ্ন বলে দেবে আপনার ভাগ্য! কী বলছে সমুদ্রশাস্ত্র?

।। প্রথম কলকাতা ।।

Samudra Shastra: আপনি কি জানেন, হাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বৃদ্ধাঙ্গুলি। এখানে থাকা বিশেষ চিহ্ন আপনার ব্যক্তি জীবন কিংবা অনুভূতির সম্পর্কে বিশেষ বার্তা দেয়। আপনি কোন ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি দেখে তার মানসিক পরিস্থিতি কিংবা সম্পদের অবস্থা সম্পর্কে জানতে পারেন। এমনটাই বলছে সমুদ্র শাস্ত্র। এর সঙ্গে বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও প্রচলিত ধ্যান-ধারণা এবং বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে ওঠা এই বিষয়গুলির সঙ্গে অনেকেই পরিচিত। সমুদ্রশাস্ত্র অনুযায়ী, একজন ব্যক্তি কোন কাজের ক্ষেত্রে কতটা নিষ্ঠা রাখেন সেটাও তার বৃদ্ধাঙ্গুলি দেখে জানা যায়।

ঋষি সমুদ্র (Samudra) একটি শাস্ত্র (Shastra) রচনা করেছিলেন, যা সমুদ্র শাস্ত্র (Samudra Shastra) নামে পরিচিত। এখানে মূলত শরীরের বিভিন্ন অংশের গঠন বিচারে ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে। সাধারণত হাতের বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুলে দুটি পর্ব থাকে। সেক্ষেত্রে যদি তিনটি পর্ব থাকে তাহলে তা অত্যন্ত শুভ। সমুদ্রশাস্ত্র অনুযায়ী, প্রথম পর্বটি হল ইচ্ছা শক্তির এবং দ্বিতীয় পর্বটি হল জ্ঞান আর যুক্তির। অপরদিকে তৃতীয় পর্বটি হল অন্তর্দৃষ্টির।

হস্তরেখা বিশেষজ্ঞরা মনে করেন, কোন ব্যক্তির যদি বৃদ্ধাঙ্গুলি লম্বা হয় তাহলে তিনি বুদ্ধিতে অত্যন্ত প্রখর। সেই ব্যক্তি সর্বদা নিজের প্রভাব বজায় রাখতে চান। বৃদ্ধাঙ্গুলিতে সমকোণের চিহ্ন থাকলে তা সেই ব্যক্তিকে শৈল্পিক এবং আবেগ প্রবণ করে তোলে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে সৃষ্টিশীলতার আশ্চর্য ক্ষমতা রয়েছে।

হাতের রেখার মতো বৃদ্ধাঙ্গুলিতেও বিশেষ ধরনের কিছু চিহ্ন থাকে, যার মধ্যে অন্যতম হল যবের চিহ্ন। যদি আপনার বৃদ্ধাঙ্গুলির একদম উপরের ভাগের মাঝে এই যবের চিহ্ন দেখতে পান তাহলে মনে করবেন, আপনার ভাগ্য অত্যন্ত ভালো। এই চিহ্নকে খুব শুভ বলে মনে করা হয়। হাতের আঙুলে এই যব চিহ্ন যত ছোট বা বড় তার উপর ভিত্তি করে ফললাভ হয়। এই চিহ্ন ব্যক্তির জীবনের সাফল্য নির্দেশ করে। যবের সংখ্যা তিন হলে তাকে বলা হয় রাজযোগ। এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত ধনী হন। তাদের জীবন হয় রাজার মত। ব্যক্তির জীবনে সম্মান আর মর্যাদার অভাব থাকে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version