Fasting in Islam: মনকে শান্ত রাখবে রোজা, মিলবে একাধিক উপকার! রমজান মাসে রয়েছে ম্যাজিক

।। প্রথম কলকাতা ।।

Fasting in Islam: চলছে পবিত্র রমজান (Ramadan) মাস। রমজান মাস চলাকালীন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা রোজা পালন করেন। রোজা পালন করা একেবারেই মুখের কথা নয়। বেশ কয়েকটি নিয়ম রয়েছে। সকালে সূর্যোদয়ের আগে সেহরি খাওয়ার পর সারাদিন উপবাস রাখতে হয়। তারপর সন্ধ্যের সময় সূর্যাস্তের পর ইফতারির মাধ্যমে ভাঙতে হয় উপবাস। মাঝখানে প্রায় ১২ ঘণ্টার রোজা রাখা বেশ কঠিন। যদিও ধর্মপ্রাণ মুসলিমদের কাছে রোজা রাখা একেবারেই কঠিন নয়। রোজা ধর্মীয় বিধি-বিধানের অংশের পাশাপাশি বিজ্ঞান এবং স্বাস্থ্য নীতিরও একটি বড় অংশ রূপে রয়েছে। বলা হয় রোজা রাখার পরে ফলে শারীরিক এবং মানসিক ভাবে প্রচুর উপকারিতা মিলতে পারে। এক নজরে রেখে দেখে নিন রোজা রাখার আশ্চর্য কিছু উপকারিতা।

কোন বিষয়ে গুরুত্ব দেবেন?

রোজা পালনের মাধ্যমে উপকার পেতে গেলে কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version