Acne Prone Skin Care: মুখ ভর্তি ব্রণ, রং খেলতে ভয় পাচ্ছেন? এই উপায়ে দূর হবে চিন্তা

।। প্রথম কলকাতা ।।

Acne Prone Skin Care: ব্রণতে ক্ষতবিক্ষত মুখ, এই পরিস্থিতিতে অনেকের রং খেলতে ভয় পান। কারণ ইনফেকশনের (Infection) ভয় থাকে। বাজার চলতি রঙে থাকা রাসায়নিক মুখে জ্বালাপোড়া তৈরি করতে পারে। আমি যদি প্রথম থেকেই সামান্য কয়েকটি নিয়ম মেনে চলেন তাহলে মুখে ব্রণ নিয়ে অনায়াসেই রং মাখতে পারবেন। বছরে একটা দিন রঙের উৎসব বলে কথা, সেখানে বিন্দুমাত্র আনন্দের খামতে থাকলে মুশকিল, আবার অপরদিকে মাথায় রাখতে হয় নানান রকম রং মাখার পরে ত্বকের (Skin) অবস্থা ঠিক কেমন হবে। তার উপর যদি ত্বক ভর্তি যদি ব্রণ থাকে তাহলে রং তোলার সময় কিভাবে পরিস্থিতি সামাল দেবেন? মুখে ব্রণ থাকলে ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। সেক্ষেত্রে কোনো রকম ভুল হলে ত্বকের বড় ক্ষতি হতে পারে। অনেকেই এই ক্ষতি রুখতে ভেষজ রং ব্যবহার করেন। কিন্তু বাজারে আদতে আপনি প্রকৃত ভেষজ রং পাবেন কিনা তা বলা মুশকিল। মুখে ব্রণ অথচ চিন্তা মুক্ত হয়ে যদি রং খেলতে চান তাহলে এই কয়েকটি বিষয় মাথায় রাখুন।

(১) এক্ষেত্রে ত্বক আদ্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রং খেলার আগে মুখে ভালো ভাবে তেল বা ময়েশ্চারাইজার জাতীয় ক্রিম মেখে নিন। এর ফলে ত্বক আদ্র থাকবে এবং যতই জেদি রং হোক না কেন তা তোলার সময় খুব একটা অসুবিধা হবে না।

(২) দিনের বেলায় সূর্যের আলোর নিচে খোলা মাঠে অনেকে রং খেলতে ভালবাসেন। তাই আনন্দের জোয়ারে গা ভাসাতে গিয়ে সানস্ক্রিন ক্রিমের কথা ভুলে গেলে চলবে না। রঙের পাশাপাশি সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের দফারফা করতে পারে।

(৩) ত্বকের উন্মুক্ত অংশগুলি বন্ধ করতে এবং ত্বক আদ্র রাখতে রং খেলতে যাওয়ার আগে মুখে ভালোভাবে বরফ ঘষে নেবেন। এই ছোট্ট কাজের ফলে ক্ষতিকারক রাসায়নিক আপনার ত্বকের খুব একটা ক্ষতি করতে পারবে না।

(৪) রং খেলার আগে খেয়াল করুন, আমি ঠিক কোন ধরনের রং ব্যবহার করছেন। ব্রণের ক্ষেত্রে কোন রকম রাসায়নিক রং ব্যবহার হলে তা আরো বেড়ে যেতে পারে। এক্ষেত্রে ভেষজ রং ব্যবহার করা অত্যন্ত জরুরি।

(৫) রং খেলার পর বেশি ঘষাঘষি করে রং পরিষ্কার করতে যাবে না। এক্ষেত্রে হিতে বিপরীত হবে। আবার যদি সরাসরি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলেন তাহলে রং উঠবে না, উপরন্তু জ্বালাপোড়া তৈরি হতে পারে। তাই প্রথমে তেল, তারপর ক্লিনজার এবং শেষে ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version