Tan Removal Tips: রোদ থেকে এসেই মুখ জ্বলছে? ত্বক ঠান্ডা রাখতে মাখুন ঘরোয়া কুলিং ফেসপ্যাক

।। প্রথম কলকাতা ।।

 

Tan Removal Tips: গরমে রোদে পুড়ে ত্বকের অবস্থা শোচনীয়।  আমরা ত্বকের ট্যান তুলতে অনেক কিছু করে থাকি তবে জ্বালা দূর করার জন্য কি করি? অথচ রোদ থেকে এসেই বলি মুখ জ্বালাপোড়া করছে। আজ আমরা ত্বক ভেতর থেকে ঠান্ডা কিভাবে রাখা যায় সে বিষয়ে জানাবো। এই গরমে সকলেই কষ্ট পাচ্ছেন। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় সারাদিন ঘাম হচ্ছে। এপারে শরীরে তো প্রভাব পড়ছে আবার ত্বকেরও ভোগান্তি হচ্ছে। মুখে জ্বালা চুলকানি হচ্ছে। তার সঙ্গে ব্রণ খুসকুড়ির মতো সমস্যা তো আছে।তাই এই গরমে আরাম পেতে অনেকেই মুখে ব্যবহার করছেন কুলিং ফেসপ্যাক। ভাবছেন এটা কি ধরনের ফেসপ্যাক?

 

বাজার চলতি কুলিং ফেসপ্যাক ব্যবহার করতেই পারেন। কিন্তু তাতে যে রাসায়নিক থাকবে বুঝতেই পারছেন। তাই ভরসা রাখুন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া কুলিং ফেসপ্যাক-এ। কিভাবে বানাবেন দেখে নিন। টক দই যেমন ত্বক ঠান্ডা রাখে তরমুজ ও ত্বক ঠান্ডা রাখে। এক কাপ দই এর সঙ্গে কয়েকটা মাঝারি সাইজের তরমুজের টুকরো ব্লেন্ড করে নিন। সারা মুখে এই প্যাক লাগান। কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন। পোড়া ভাব উঠে যাবে। ত্বকের চুলকানি অস্বস্তি দূর দূর হবে।

 

ত্বকের জ্বালা ভাব দূর করতে পারে মিন্ট। আবার মুলতানি মাটির ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়। তাই একাটি পুদিনা পাতা ভালো করে বেটে নিন। আধ কাপ মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। টপ ঠান্ডা রাখতে দারুন উপকারি শশা। আবার ডিহাইডেট ত্বকে আদ্রতা আনে মধু।

 

একটা তাজা শশা গ্রেট করে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ৩০ মিনিট রিলাক্স করুন যাতে ত্বক ভালোভাবে শুষে নিতে পারে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আরেকটি ফেসপ্যাক খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন।

 

শুধু হাতের কাছে রাখুন গ্রিন টি ও পুদিনা পাতা। প্রথমে পুদিনা পাতাগুলো ধুয়ে জল ছড়িয়ে রাখুন। তারপর গ্রাইন্ডারে দিয়ে বানিয়ে ফেলুন মিহি মিশ্রণ। তাতে যোগ করুন ঠান্ডা করে রাখা গ্রিন টি। দুই উপকরণ মিলিয়ে আপনার ফেসপ্যাক বানিয়ে নিন।

https://fb.watch/sI-P8i_BzO/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

 

Exit mobile version