।। প্রথম কলকাতা ।।
মাসকারা বা ফলস আয়ল্যাশ নয়। নিজের আয়ল্যাশকেই করে তুলুন ঘন আর সুন্দর। কয়েকটি ঘরোয়া টোটকা করবে বাজিমাত। বেশ কিছু কারণে আমাদের আয়ল্যাশ ঝরে গিয়ে পাতলা হয়ে যায়। এর জন্য কিছু জিনিস মাথায় রাখা উচিত। যেমন, চোখে অতিরিক্ত ঘষাঘষি করলে আইল্যাশ উঠে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত মেকআপ। দীর্ঘক্ষণ ধরে মেকআপ লাগিয়ে রাখা। বা অতিরিক্ত ফলস আইলাস চোখে লাগানো। এসব কারণে চোখের আইল্যাশ খুব দ্রুত ঝরে যাওয়া সম্ভব না থাকে। আবার অনেক সময় বিভিন্ন হরমোন বেশি বা কম ক্ষরণের জন্য এই সমস্যা দেখা দিতে পারে। আপনি চাইলে কিছু ঘরোয়া টোটকায় আপনার আইলাশ ঘন করে তুলতেই পারেন।ঘন চোখের পাতার প্রতি কে না আকৃষ্ট হয় বলুন তো! কী ভাবে চোখের পাতা ঘন করবেন ভেবে পাচ্ছেন না? রইল ঘরোয়া সমাধান।
নিয়মিত রূপরুটিনের একটি অন্যতম উপাদান হল ক্যাস্টর অয়েল। অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ভরসা রাখেন এই উপাদানটির উপর। ফ্যাটি অ্যাসি়ড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চোখের পাতা ঘন করতে সাহায্য করে। ঘুমানোর আগে আঙুলের ডগায় অল্প ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। পর পর কয়েক দিন এটা করলে চোখের পাতা ঘন হয়ে উঠবে।
নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণকেও কাজে লাগাতে পারেন। প্রোটিন, খনিজ উপাদান সমৃদ্ধ এই তেল চোখের পাতা ঘন করতে অত্যন্ত কার্যকরী। দিনের যে কোনও ফাঁকা সময়ে চোখের পাতা আলতো করে এই তেলটি লাগিয়ে ৩-৪ ঘণ্টা রেখে দিন। মুখ ধোয়ার আগে পাতলা কোনও সুতির কাপড় দিয়ে চোখ মুছে নিন। তেল চোখে চলে গেলে চোখ জ্বালা করতে পারে। তাই একটু সাবধানে লাগাবেন। সপ্তাহে ৩-৪ দিন এটি করতে পারেন। সুফল পাবেন।
চোখের পাতা ঘন করার আর একটি সহজ টোটকা শিয়া বাটার ব্যবহার করা। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ভিটামিন এ। এই দু’টি ভিটামিন চোখের পাতায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টি জোগায়। আঙুলের ডগায় শিয়া বাটার নিয়ে চোখের পাতার উপরে লাগান। সারা রাত রেখে দিন। পরের দিন সকালে জল দিয়ে ধুয়ে নিন। কয়েক দিনের মধ্যেই ঘন হবে চোখের পাতা।
চুলের যত্নে যেমন নারকেল তেল ব্যবহার করা হয় তেমনই চোখের আয়নার ঘন করতেও নারকেল তেল বিশেষ কাজ দেয়। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হাতে অল্প নারকেল তেল নিয়ে আইলাশের গোড়ায় হালকা হাতে লাগিয়ে রাখুন। তবে মাথায় রাখবেন চোখের মধ্যে না যেন না ঢোকে আর বেশি ঘষবেন না। এই নিয়ম ফলো করলে আপনার আইলাশ ঘন হবেই।
আইলাশ ঘন করতে গ্রিন টি ও দারুন কাজ দেয়। চেষ্টা করুন রোজ দুবার গ্রিন টি পান করার। গ্রিন টি-এ আছে প্রচুর পরিমাণে পলিফেনল। যা চুল থেকে শুরু করে আইলাশ ঘন করতে সাহায্য করে।
এই ঘরোয়া টোটকা গুলি মানলে আপনার আয়ল্যাশ হবে দেখার মত। প্রয়োজন পড়বে না ফলস আইল্যাস বা মাসকারা লাগানো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম