Bar Soap: একটাই সাবান বাড়ির সবাই মিলে ব্যবহার করছেন? ডেকে আনছেন ভয়ানক বিপদ

।। প্রথম কলকাতা ।।

 

Bar Soap: একটাই সাবান দিয়ে বাড়ির সকলেই স্নান করছেন? ডেকে আনছেন ভয়ঙ্কর বিপদ। ভাবছেন সবাই তো বাড়িরই লোক, কী আর ক্ষতি হবে? তাহলে বলি, ভুলেও আর এমন ভুল করবেন না। গবেষণা বলছে, একটা সাবানই হয়ে উঠতে পারে মারণরোগের কারণ। তাই সময় থাকতেই হয়ে যান সাবধান। জানুন সাবান থেকে রোগ ছড়ানোর ঝুঁকি কতটা।

 

মধ্যবিত্ত বাঙালি বাড়িতে একটা দৃশ্য বেশ কমন। কমবেশি সব বাড়িতেই দেখা যায়, একটা সাবান দিয়েই স্নান সেরে ফেলছেন সদস্যরা। যেহেতু একই পরিবারের মানুষ তাই নাকি সিটকানোর বালাই নেই। বাবা, মা, ভাই, বোন, সকলেই একই সাবানে স্নান করছেন। তবে গবেষণা বলছে, এই সাবান থেকেই ছড়াচ্ছে মারাত্মক সব রোগ ব্যাধি। আপনি হয়ত কল্পনাও করতে পারছেন না কিন্তু আপানার অজান্তেই মারণ রোগ থাবা বসাচ্ছে শরীরে! কীভাবে? সবটাই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে।

 

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, সাবানের ব্যবহার নিয়ে একাধিক গবেষণা হয়েছে। আর সেই গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যে তথ্য শুনলে হাড়হিম হয়ে যাবে আপনারও।

 

এই বিষয়ে ২০০৬ সালে একটি সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চ। সেই সমীক্ষায় চার বা পাঁচ ধরনের জীবানুর অস্তিত্ব মিলেছিল গায়ে মাখার সাবানে। এরপরই ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চের সেই তথ্য জানায় যে, একই সাবান গায়ে মাখলে রোগ ছড়ানোর আশঙ্কা সত্যিই অনেকটা বেড়ে যায়।

 

এছাড়াও ২০১৫ সালে আমেরিকার জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোল ফের একটি গবেষণা চালায়। সেবার একটি হাসপাতালে ব্যবহার হওয়া একাধিক সাবান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন বিজ্ঞানীরা। পরীক্ষা শেষে সংস্থাটি জানায়, অধিকাংশ সাবানের গায়েই মিলেছে জীবানুর খোঁজ।

 

এরপরই বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে, একই সাবান বারবার ব্যবহার করা উচিত নয়। আর পরিবারের সবাই মিলে তো নয়ই। আমেরিকার জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোলের ঐ রিপোর্টেই বলা হয়, সাবানের গায়ে থাকা ব্যাকটেরিয়া খুব সহজেই অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। যেখানে থেকে প্রচুর ধরণের রোগ সৃষ্টি হতে পারে। যা ক্রমশ মারাত্মক আকারও ধারণ করতে পারে। জানেন এই একটা ভুলের জন্য ঠিক কী কী রোগের কবলে পড়তে পারেন আপনি?

 

চিকিৎসকরা বলছেন, ব্যবহৃত সাবানের গায়ে ই-কোলি, সালমোনেলা, শিগেলার মতো ব্যাক্টেরিয়ার উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। সেই সাথে নোরো ভাইরাস, রোটা ভাইরাসও পাওয়া গেছে সাবানের গায়ে‌।

 

এখন ধরুন আপনার শরীরে কোথাও কাঁটা ঘা বা আঁচড় রয়েছে। ঐ অবস্থাতেই আপনি অন্য কারও ব্যবহৃত সাবান ব্যবহার করলেন। সেক্ষেত্রে খুব সহজেই এই ধরনের ভাইরাস অথবা ব্যাক্টেরিয়া সাবান থেকে আপনার শরীরে ছড়িয়ে পড়বে। আপনার অজান্তেই একটা ব্যাকটেরিয়া সংসার পাততে শুরু করবে আপনার শরীরে। সেক্ষেত্রে চর্মরোগ, চুলকানি ইত্যাদির মত সংক্রামক রোগ খুব সহজেই ছড়িয়ে পড়বে আপনার শরীরেও। আর ধীরে ধীরে কবে যে তা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা আপনি জানতেও পারবেন না।

 

তাহলে সুস্থ থাকতে করবেন কী?

বিশেষজ্ঞরা বলছেন, সাবানের পরিবর্তে বডি ওয়াশ বা লিকুইড সোপ ব্যবহার করাই বেশি নিরাপদ। একান্তই সাবান ব্যবহার করতে চাইলে পরিবারের প্রত্যেক সদস্য আলাদা আলাদা সাবান ব্যবহার করুন। সেক্ষেত্রেও খেয়াল রাখবেন স্নানের পর সাবানটি যেন পরিস্কার স্থানে রাখা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version