Face Cleansing Mistake: সঠিক পরিচর্যা করেও শুষ্ক থাকছে ত্বক ! মুখ ধোয়ার সময় এই ভুলগুলি করছেন না তো?

।। প্রথম কলকাতা ।।

Face Cleansing Mistake: শীত আসলে ত্বক সাধারণত কিছুটা শুষ্ক হয়ে যায়। এটা প্রতি বছরই হয়। আর এটা একেবারেই স্বাভাবিক। আবহাওয়ার পরিবর্তনের কারণে এই ধরনের শুষ্কতা লক্ষ্য করা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকের চর্চা করছেন, যত্ন নিচ্ছেন, যা যা করণীয় সবকিছুই করছেন, বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছেন কিন্তু তারপরেও তাদের ত্বক একেবারে শুষ্ক হয়ে পড়েছে। শীতে সেই সমস্যা আরও বেড়ে যাচ্ছে। মুখের কোথাও কোথাও দেখা যাচ্ছে মৃত কোষ ঠিক পিল অফ মাস্কের মতো উঠে আসছে। এই সমস্যা বড়ই অস্বস্তিকর।

কিন্তু এই ধরনের সমস্যা কেন দেখা দেয় জানেন? আপনার ত্বকে যে প্রসাধনী স্যুট করে সেটাই তো ব্যবহার করছেন, তাহলে এই রকম হওয়ার কারণ কী ? আসলে এর পেছনে আবহাওয়া দায়ী নয় এর পেছনে দায়ী কিছু অংশে আপনি নিজেই। মুখ ধোয়ার সময় নিজের অজান্তে এমন কিছু ভুল করে বসছেন যেগুলি আপনার ত্বককে আরও বেশি শুষ্ক করে দিচ্ছে। ত্বকের ন্যাচারাল অয়েল নষ্ট করে দিচ্ছে। আর সেই কারণেই এমন রুক্ষ শুষ্ক ত্বক নিয়ে ঘুরতে হচ্ছে আপনাকে।

মুখ ধোয়ার সময় এই ভুলগুলি করছেন না তো !

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version