Calendar vastu : ক্যালেন্ডার ছিড়ে গেলেও দেওয়ালে ঝুলিয়ে রাখেন? অজান্তে ঘনিয়ে আসবে বিপদ

।। প্রথম কলকাতা ।।

Calendar vastu: নতুন বছরের আগমনে বাড়িতে ক্যালেন্ডারের পরিবর্তন করা হয় সব বাড়িতে। অনেকেই আছেন যারা পুরনো ক্যালেন্ডারের ওপর নতুন ক্যালেন্ডার ঝুলিয়ে দেন। কিংবা ঘরের (House) কোণে রেখে দেন। কিন্তু বাস্তব অনুযায়ী পুরনো ক্যালেন্ডারের পরিবর্তে নতুন (New) বছরের ক্যালেন্ডার রাখা খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে পুরনো ক্যালেন্ডার ঝুলিয়ে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি উন্নতিতে বাধা আসে। প্রতিবছর নতুন বছরের আগমনে পুরনো ক্যালেন্ডারের পরিবর্তে নতুন ক্যালেন্ডার ব্যবহার করতে হবে।নতুন বছরে নতুন ক্যালেন্ডার রাখলে অনেক উপকারিতা লাভ হয়।

উত্তর পশ্চিম এবং পূর্ব দেওয়ালে ভগবানের ক্যালেন্ডার স্থাপন করা শুভ বলে মনে করা হয়। তবে ক্যালেন্ডারে হিংস্র বাণী এবং নেতিবাচক ছবি থাকলে তা বাড়ির কল্যাণের জন্য খুব অশুভ বলে মনে করা হয়‌।

উত্তর দিককে কুবেরের অভিমুখ ধরা হয়, তাই মনে করা হয় উত্তর দিকের দেওয়ালে দেবী লক্ষী এবং কুবের দেবের ছবি দেওয়া ছাড়াও সবুজ ও প্রকৃতি সম্পর্কিত ছবি লাগানো ভালো।

দরজার সামনে বা পিছনে ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা একদম উচিত নয়। পরিবারে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের (Health) জন্য ভালো মনে করা হয় না।

বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের পূর্ব দিক থেকে সবচেয়ে শুভ ফলদায়ক দিক হিসেবে বিবেচনা করা হয়। পূর্ব দিক হল সূর্যদেবতার দিক যিনি আত্মসম্মান শক্তি নেতৃত্ব এবং খ্যাতির প্রতীক। পূর্ব দিকের দেওয়ালে ভগবান সূর্যের (Sun) সঙ্গে যুক্ত ক্যালেন্ডার লাগানো শুভ। সূর্য দেবতার একটি ছবিযুক্ত ক্যালেন্ডার রাখলে খুব শুভ বলে মনে করা হয়।

বাস্তমতে ক্যালেন্ডার দক্ষিণ দিকে রাখা উচিত নয় এতে বাড়ির সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে, উন্নতি থেমে যায়। এছাড়াও খেয়াল রাখতে হবে ক্যালেন্ডারে রক্তপাত, যুদ্ধ, শুকনো গাছ বিষন্নতা সম্পর্কিত ছবি যেন না থাকে। মানুষের জীবনে নেতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায়। সুখ-শান্তি বিঘ্নিত হতে পারে। আর যদি নতুন বছরের ক্যালেন্ডার রাখেন তাহলে খিয়াল রাখবেন তা যেন ছিড়ে না যায় এর কারণে ঘরে বস্তুত ত্রুটি দেখা যায়। পুরনো ক্যালেন্ডারের ওপরে নতুন ক্যালেন্ডার কখনোই রাখা উচিত নয়। বাস্তু অনুসারে বাড়িতে সবুজ, নীল, সাদা গোলাপি লাল রঙের ক্যালেন্ডার রাখা শুভ বলে মনে করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version