Saraswati Puja 2023: ব্রহ্মার মুখগহ্বর থেকে আবির্ভূতা, নির্মলতার প্রতীক শ্বেতশুভ্র বাগদেবী

।। প্রথম কলকাতা ।।

Saraswati Puja 2023: রাত পোহালেই বসন্ত পঞ্চমীর (Basant Panchami) সকাল। যা বসন্ত ঋতু আগমনের সূচনা বার্তা দিয়ে থাকে। এই বসন্ত পঞ্চমীর দিনেই শ্বেতপদ্মের ওপরে আসীন দেবী সরস্বতীর (Saraswati) পুজো করা হয়। হিন্দু ধর্মে তিনি বিদ্যা, জ্ঞান, সঙ্গীত এবং শিল্পকলার আরাধ্যা দেবী। সরস্বতী পুজো নিয়ে শিক্ষার্থী এবং শিল্পীদের মধ্যে সবথেকে বেশি উন্মাদনা থাকে। কারণ মা সরস্বতীর আশীর্বাদে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করা যায় এমনটাই মনে করেন শিক্ষার্থীরা। এছাড়াও শিল্পীরা তাদের শিল্পকর্মের সঙ্গে জড়িত সমস্ত সরঞ্জাম দেবীর পায়ে অর্পণ করেন এই দিন।

হিন্দু পুরাণ থেকে দেবী সরস্বতী সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। তবে একেবারেই কিছু সাধারণ প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজেন অনেকে। যেমন দেবীর বাহন শ্বেত রাজহংস কেন , তাঁর হাতে বই এবং বীণা কেন থাকে এছাড়াও দেবী সরস্বতী কেন শ্বেতশুভ্রা, কিসের প্রতীক তিনি এমন বহু প্রশ্ন। পুরাণ অনুসারে, ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। তিনি ব্রহ্মার নারী শক্তির নাম। তাঁর এই শুভ্র মূর্তি নিষ্কলুষিত চরিত্রের প্রতীক বহন করে। তিনি গুণের আধার। তিনি নির্মলতা এবং স্বচ্ছতার প্রতীক।

রাজহাঁস কেন বাহন সরস্বতীর ?

প্রতিটি দেবী-দেবতার মতো মা সরস্বতীরও বাহন রয়েছে। আর সেটি হল একটি সাদা রাজহংস। এই রাজহংসের মধ্যে কী এমন ক্ষমতা রয়েছে যার জন্য সে দেবী সরস্বতীর বাহন ? প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাজহাঁসের মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে। তাকে যদি এক পাত্রে জল এবং দুধ মিশিয়ে দেওয়া হয়, সেখান থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে সক্ষম। কাজেই এর পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে দেবী সরস্বতীর রাজহাঁসের মধ্যে ইঙ্গিত রয়েছে শিক্ষার্থীদের জন্য । সমাজে ভালো-মন্দ সব মিলেমিশেই থাকে। তার মধ্যে থেকে শুধুমাত্র ভালোটুকু বেছে নিতে হবে তাদেরকে।

দেবী সরস্বতীর হাতে কেন থাকে বেদ ?

বেদ হল জ্ঞানের ভাণ্ডার। দেবী সরস্বতীর হাতে থাকা বেদই হল আসল বিদ্যা। তাই জ্ঞানের দেবী সরস্বতীর হাতে থাকে বেদ। অন্যদিকে দেবীর অপর হাতে থাকা বীণার নেপথ্যেও কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে পুরাণে। যেমন বীণার সুর অত্যন্ত মধুর হয়। তেমনি বিদ্যার্থীদের মুখ নিঃসৃত বাক্যও সুমধুর হতে হবে। এছাড়াও বীণা যে শিল্পকলার প্রতীক তা অস্বীকার করার জায়গা নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version