।। প্রথম কলকাতা ।।
AC BILL: শুধু রাতে ঘুমানোর সময় এসি চালাচ্ছেন তাও মাসের শেষে এতো বিল ! টেম্পারেচার ২০ -র নীচে রাখছেন?তাহলেই সাবধান হয়ে যান। আচ্ছা সারারাত চালাবেন নাকি ৩ ঘন্টা পর বন্ধ করবেন!
আপনার বিল বাড়ার কারণ যে এসির গায়ে স্টারে লুকিয়ে ! জানুন ত্রি , ফোর না ফাইভ স্টার এসি রাখবেন ঘরে? সঙ্গে কি ফ্যান চালানো ঠিক?এই ৫ টা উপায় মেনে চললে কারেন্টের বিল লাফিয়ে কমবে আপনার।
যখনই গরম লাগছে এসি চালিয়ে ঘর ঠাণ্ডা করে বন্ধ করে দিচ্ছেন।এটাই বড় ভুল করেছেন। একটানা চালিয়ে রাখলে তুলনায় কম ইলেকট্রিক পোড়ে। রাতে টাইমার দেওয়ার সময়ে ৫ ঘণ্টা দিন। এর কমে দেবেন না। অনেকেই কম খরচের জন্য থ্রি স্টার এসি কেনেন। এই ভুলটা করবেন না। সবসময় ফাইভ স্টার এসি ব্যবহার করুন এতে বিল অনেকটাই কম উঠবে। তাপমাত্রা কত রাখছেন সেটাও বড় ফ্যাক্টর।
১৮ ডিগ্রিতে না চালিয়ে কেউ যদি এসির তাপমাত্রা ২৭ ডিগ্রিতে রাখেন তাহলে তাঁর বিদ্যুতের বিল ৩০ শতাংশ কমে যেতে পারে। কারণ এসির তাপমাত্রা যত কমিয়ে দেবেন তত বেশিক্ষণ এসির কম্প্রেসরকে কাজ করতে হবে। বাড়বে বিদ্যুতের ব্যবহার। এতেই বিল বাড়বে।
এসিও চালাচ্ছেন সাথে ফ্যানও চলছে। আচ্ছা দুটো একসাথে চালানো কি ঠিক?তাতেই কি কারেন্ট আরও বেশি উঠছে? কুলিংয়ের গতি বাড়ানোর জন্য সিলিং ফ্যানের ব্যবহার করা ভাল। পাখার হাওয়া এসির শীতল বাতাস দ্রুত ঘরের চারপাশে ছড়িয়ে দিতে সাহায্য করে। ফলে এসির উপর কম চাপ পড়ে।
গরম পড়লেই এসি সার্ভিসিং করান। তাতে ধুলোময়লা পরিষ্কার হয়ে কুলিং সিস্টেম। যদি কোনও ভাবে এসির ঠান্ডা হাওয়া ঘর থেকে বেরিয়ে যায় তাহলেই বিপদ। তাই বিদ্যুৎ খরচ এসির ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে রাখার চেষ্টা করুন।
https://www.facebook.com/100082942485331/posts/411182654989814/?mibextid=NTRm0r7WZyOdZZsz
সুখের দিন শেষ হয়ে গিয়েছে। আবার সেই অসহ্যকর গরম পড়ে গিয়েছে। বাইরে রোদের মধ্যে যাঁরা বেরিয়েছেন, তাঁরা তো রীতিমতো হাসফাঁস করছেন। এসি চালানোর প্রয়োজনীয়তা থাকলেও মাসের শেষে হাতে যে বিল ধরেন তা দেখে অনেকের চোখ কপালে ওঠে। এ কথা ঠিক এয়ার কন্ডিশনিং সিস্টেম ভালো পরিমাণ বিদ্যুৎ খরচ করে। কিন্তু একটু বুদ্ধি খরত করতে পারলে লাফিয়ে কমবে বিদ্যুতের খরচ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম