About

এই প্রজন্মের তরুণ সাংবাদিকদের নিয়ে তৈরি টিম প্রথম কলকাতা। বর্তমান বাস্তবতায় ” দ্রুততার সঙ্গে সঠিক তথ্য” পরিবেশন করা টিম প্রথম কলকাতার প্রধান লক্ষ্য। প্রথম কলকাতা নিউজ পোর্টাল বাঙালির সংস্কৃতিকে ধারণ করে আধুনিকতার সঙ্গে চলার প্রত্যায় নিয়ে চলছে, চলবে। বিশেষ কোনও দল, গোষ্ঠী, সম্প্রদায়ের হয়ে নয় “প্রথম কলকাতা” সময়ের প্রয়োজনে সবার আগে থাকে। থাকবে, সব সময়। প্রথম কলকাতা, খবরে প্রথম।