।। প্রথম কলকাতা ।।
Ekadashi: একাদশী (Ekadashi) ব্রতের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী মানুষের নানান বিশ্বাস ছড়িয়ে রয়েছে। বলা হয় একাদশী ব্রত পালন করে শুধুমাত্র নিজের নয়, পরিবারের সমস্ত সদস্যরা শুভ ফল লাভ করেন। এমনকি যে কর্ম দোষে নরকবাস হয় সেই দোষ থেকে ব্যক্তি উদ্ধার পেতে পারেন। তবে ভুলেও কখনো একাদশীতে অন্ন ভজন করা উচিত নয়। একাদশী (Ekadashi) ব্রত মূলত ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে কেন্দ্র করে। যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের তিথি অনুযায়ী একাদশী তিথি পালন করা হয়। এই দিন ভক্তরা ব্রত রেখে সারাদিন কঠোর নিয়মের মাধ্যমে ভগবান বিষ্ণুর আরাধনা করে থাকেন।
হিন্দু ধর্মে প্রত্যেক একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মনে করা হয় যত রকম ব্রত কথা রয়েছে তার মধ্যে একাদশী ব্রত সবথেকে কঠিন। একাদশীর সাথে জড়িয়ে থাকে নানান উপাচার, নিয়ম ও রীতি। প্রতি মাসে দুটি একাদশী তিথি রয়েছে, প্রথম কৃষ্ণপক্ষে এবং দ্বিতীয় শুক্লপক্ষে। এভাবে সারা বছরে ২৪টি একাদশী তিথি রয়েছে, যার নিজস্ব গুরুত্ব রয়েছে। মূলত সূর্যোদয়ের পর থেকেই একাদশী তিথিতে উপবাস ও পুজো করার বিধান শাস্ত্রে বলা হয়েছে।
- প্রচলিত বিশ্বাস অনুসারে, একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই দিনে মাতা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
- বিশ্বাস করা হয়, একাদশীতে যে ব্যক্তি উপবাস করেন তিনি সমস্ত ঝামেলা থেকে খুব দ্রুত মুক্তি পান। একাদশীর উপবাস সকল মানুষের জন্য অত্যন্ত ফলদায়ক।
- পুরাণ অনুসারে, একাদশীর উপবাস করে মোক্ষ লাভ সম্ভব এবং পাপ থেকে মুক্তি মেলে। একাদশী উপবাসে অনেক সমস্যার সমাধান সহজে হয়ে যায়।
- এটি একটি ধর্মীয় বিশ্বাস, এই দিন আন্তরিক চিত্তে শ্রী হরির আরাধনা করলে ভগবান শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। শুধু তাই নয়, এমনও বিশ্বাস করা হয় যে এই দিনে রাত জাগরণ করলে ওই ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করেন।
- যদি আপনিও শ্রী হরির আশীর্বাদ পেতে চান, তাহলে পুজোর সময় আপনাকে অবশ্যই বিষ্ণু চালিসা পাঠ এবং বিষ্ণুর আরতি করতে হবে।
- এই দিন ভুলেও মদ্যপান এবং আমিষ জাতীয় খাবার ছোঁবেন। কাউকে কটু কথা বলবেন না কিংবা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না।
- আপনার বাড়িতে কোন অসহায় ব্যক্তি সাহায্যের প্রার্থনা করলে তাকে খালি হাতে কখনই ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম