Ekadashi: একাদশীর দিন সামান্য ভুলে ঠাঁই হবে নরকে! জানুন সঠিক নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Ekadashi: একাদশী (Ekadashi) ব্রতের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী মানুষের নানান বিশ্বাস ছড়িয়ে রয়েছে। বলা হয় একাদশী ব্রত পালন করে শুধুমাত্র নিজের নয়, পরিবারের সমস্ত সদস্যরা শুভ ফল লাভ করেন। এমনকি যে কর্ম দোষে নরকবাস হয় সেই দোষ থেকে ব্যক্তি উদ্ধার পেতে পারেন। তবে ভুলেও কখনো একাদশীতে অন্ন ভজন করা উচিত নয়। একাদশী (Ekadashi) ব্রত মূলত ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে কেন্দ্র করে। যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের তিথি অনুযায়ী একাদশী তিথি পালন করা হয়। এই দিন ভক্তরা ব্রত রেখে সারাদিন কঠোর নিয়মের মাধ্যমে ভগবান বিষ্ণুর আরাধনা করে থাকেন।

হিন্দু ধর্মে প্রত্যেক একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মনে করা হয় যত রকম ব্রত কথা রয়েছে তার মধ্যে একাদশী ব্রত সবথেকে কঠিন। একাদশীর সাথে জড়িয়ে থাকে নানান উপাচার, নিয়ম ও রীতি। প্রতি মাসে দুটি একাদশী তিথি রয়েছে, প্রথম কৃষ্ণপক্ষে এবং দ্বিতীয় শুক্লপক্ষে। এভাবে সারা বছরে ২৪টি একাদশী তিথি রয়েছে, যার নিজস্ব গুরুত্ব রয়েছে। মূলত সূর্যোদয়ের পর থেকেই একাদশী তিথিতে উপবাস ও পুজো করার বিধান শাস্ত্রে বলা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version