Health Tips: শীতে খেজুর রস খাচ্ছেন? লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর ভাইরাস!

।। প্রথম কলকাতা ।।

Health Tips: শীতকালে (Winter) চারিদিকে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা। এর মধ্যে অনেকেই ভোরে টাটকা খেজুরে টাটকা রস খেতে বেশ পছন্দ করেন। এই রস থেকেই তৈরি হয় গুড়, যা দিয়ে বানানো যায় সুস্বাদু পিঠে পুলি, পায়েস, পাটালি সহ আরো অনেক কিছু। সারা বছর খেজুর গাছ থেকে রস পাওয়া গেলেও শীতকালের খেজুরের রসের (Date juice) আলাদা স্বাদ। এতে পুষ্টিগুণ এবং খনিজের পরিমাণ অত্যন্ত বেশি। আপনি যদি খেজুর রস খেতে পছন্দ করেন, তবে কয়েকটি বিষয়ে অবশ্যই মনে রাখা উচিত। কারণ খেজুর রসের (Date juice) বিপরীত দিকে রয়েছে এমন কিছু জিনিস যা সাবধানতা অবলম্বন না করলে বিপদ অনিবার্য।

উপকারী গুণ

খেজুর রসে সাবধান!

খেজুর রস খাওয়ার আগে আপনাকে কয়েকটা সাবধানতা অবশ্যই নেওয়া প্রয়োজন। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের খেজুর রস থেকে একটু দূরে থাকতে হবে। মূলত শীতকালে সকালের দিকে খেজুর রস খেলে ঠান্ডা লাগতে পারে, যাদের হাঁপানি বা অ্যাজমা রয়েছে তাদের এই ঠান্ডা রস না পান করাই ভালো। খেজুরের রস খেতে গেলে ঠিক কোথা থেকে খাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সারা রাত রসের হাঁড়ি খোলা জায়গায় থাকে। রসের হাঁড়ি সকালে নামিয়ে আনা হয়। অনেক সময় বাদুড় কিংবা সাপ সেই রসে মুখ দিতে পারে। বাদুড়ের লালা ওই রসের সঙ্গে মিশে গেলে নিপা নামক ভাইরাসের কবলে পড়তে পারেন। এটি ভয়ঙ্কর একটি ভাইরাস। যার ফলে ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে। খেয়াল রাখবেন যেন রসের হাঁড়ি কাপড় দিয়ে ঢাকা থাকে। সকালের দিকে এই রস খাবেন। কারণ যত বেলা বাড়বে ততই এর ফার্মেন্টেশন প্রক্রিয়া হতে থাকবে, যার কারণে অম্লতা বৃদ্ধি পাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version