Tea Tree Oil: শুষ্ক ত্বকের ভরসা তেল ! টি ট্রি ওয়েল আপনার ক্ষতি করছে না তো ?

। প্রথম কলকাতা ।।

Tea Tree Oil: যাদের জন্মগত শুষ্ক ত্বক তাঁরা তেলতেলে ত্বকের (Oily Skin) স্বপ্ন দেখে থাকেন। বর্তমানে মুখের ত্বকের জন্য সরষের তেল কিংবা নারকেল তেল ব্যবহার করার প্রচলন আর সেই ভাবে নেই। সেই জায়গায় এখন ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল (Essential Oil) গুলি আবার ত্বকের ধরন এবং ত্বকের সমস্যা ভেদে ভিন্ন ভিন্ন রকমের কাজ করে। তাই একটাই এসেনশিয়াল অয়েল সব রকম ত্বকের মানুষ ব্যবহার করে যে বিশেষ ফল পাবেন এমনটা নয়। তবে যারা শুষ্ক ত্বক নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য ইদানিংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টি ট্রি অয়েল (Tea Tree Oil) ।

টি ট্রি অয়েল এর মধ্যে এমন বেশ কিছু উপাদান রয়েছে যা ব্রণ, ত্বকের শুষ্কতা (Dryness Of skin), ত্বকের অতিরিক্ত সেবাম ক্ষরণের মতো সমস্যা গুলিকে নিয়ন্ত্রণ করে। কমবয়সী তরুণীদের কাছে টি ট্রি অয়েল শুষ্ক ত্বকে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য একটি ম্যাজিক তেল। কিন্তু এই তেলটি ব্যবহারের ক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত টি ট্রি ওয়েল ব্যবহার করার ফলে ত্বকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যার ফলে যে কাজটির জন্য এই টি ট্রি অয়েল ব্যবহার করা হচ্ছিল সেটা তো হয়ই না উপরন্তু হিতে বিপরীত।

তাহলে শুষ্ক ত্বকে ব্রণ কমাতে কী করবেন ?

শুষ্ক ত্বকের জন্য যেহেতু এসেনশিয়াল অয়েলগুলি দারুণভাবে কাজ করে তাই এই তেলের ব্যবহার বন্ধ করতে চান না অনেকেই। তবে অতিরিক্ত তেল ব্যবহার করার ফলেও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সে ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলে তেলও ব্যবহার করা হবে আর সাইডএফেক্টসের মতো সমস্যাও হবে না। যেমন, যে কোন এসেনশিয়াল অয়েল সরাসরি মুখের ত্বকে ব্যবহার করবেন না। তার সঙ্গে কয়েক ফোঁটা জল বা টোনার মিশিয়ে নিন। তেল মুখে নিয়ে জোরে জোরে ঘষবেন না।

একবারে অনেকটা তেল ব্যবহার করবেন না। এক্সারসাইজ করার পরে কিংবা আগে এসেনশিয়াল অয়েল শুষ্ক ত্বকে ব্যবহার করবেন না। আর মুখের ব্রণ যদি বড় আকার ধারণ করে এবং তার আলাদা করে চিকিৎসা করতে হয় সে ক্ষেত্রে অন্ততপক্ষে ওই সময়কালের জন্য টি ট্রি ওয়েল ব্যবহার থেকে দূরে থাকুন।

টি ট্রি অয়েলের বিকল্প কী?

এই তেলের বদলে শুষ্ক ত্বক নরম রাখতে ব্যবহার করতে পারেন নিমের তেল। এছাড়াও ব্রণ সারাতে হলুদ তেলও ব্যবহার করা যেতে পারে। দারুচিনির তেল বা রোজমেরির তেল মুখের ত্বকে প্রতিদিন ব্যবহার করলে শুষ্ক ত্বক ক্রমশ প্রাণ ফিরে পায়। কারণ এর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version