Skin Care Tips: শীতে শুষ্ক থাকছে ত্বক ? জেল্লা ফিরিয়ে আনতে দুধের সরের বিকল্প নেই

।। প্রথম কলকাতা ।।

Skin Care Tips: একটা সময় বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ত্বক (Skin) বুড়িয়ে যেতে শুরু করে। এটা একেবারেই প্রাকৃতিক বিষয়। যদিও নানান ধরনের চিকিৎসা বর্তমানে বাজারে এসেছে। যেগুলি বুড়িয়ে যাওয়া ত্বককে কোমল, নরম, টানটান করে দিতে পারে। এজন্য অবশ্যই আপনাকে বিউটি পার্লারে কিংবা চিকিৎসকের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে। নিয়ম করে প্রত্যেক মাসে ফেস ক্লিন আপ, ফেসিয়াল, ব্লিচিং এইসব তো করাতেই হবে। দেখা যায় অল্প বয়সী মহিলাদের ত্বক নিজের প্রাকৃতিক জেল্লা হারিয়ে ফেলছে। তাঁর বয়স এমন তরতরিয়ে না বাড়লেও তাঁর ত্বকের বয়স বাড়ছে। এর একমাত্র কারণ হল কেমিক্যাল।

পার্লার ট্রিটমেন্টে (Parlour Treatment) যে ধরনের প্রোডাক্ট গুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলির মধ্যে কম বেশি কেমিক্যালের উপস্থিতি রয়েছেই। আর দিনের পর দিন এই কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে তার ফল খুব একটা ভালো হয় না। তাই সবসময় ভরসা রাখুন ঘরোয়া উপাদানে। আগেকার দিনে ত্বকের পরিচর্যা করার জন্য মহিলাদের আলাদা করে বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন পড়তো না। তাঁরা হেঁশেলে থাকা ঘরোয়া উপাদান দিয়েই নিজেদের সৌন্দর্য ধরে রাখতে পারতেন। যার কোন সাইডএফেক্টও ছিল না। শীতকালে শুষ্ক ত্বকের কোমল, নরম এবং চকচকে করে তুলতে গেলে তেমনি ঘরোয়া উপাদান দুধের সরের (Milk Cream) জুড়ি মেলা ভার।

বিশেষজ্ঞরা বলছেন, দুধের সরে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট (Saturated Fat)। যা ত্বকের জেল্ল বাড়াতে বিভিন্নভাবে সাহায্য করে। শীতকালে বাইরে বেরোলেই শুষ্ক আবহাওয়ায় ত্বকে টান পড়ছে। কিন্তু দিন কয়েক দুধের সর ব্যবহার করলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে। অনেক সময় রোদের ত্বক পুড়ে যায় কিংবা কালো কালো ছাপ পড়ে যায়। সে ক্ষেত্রে নিয়ম করে মুখে দুধের সর লাগান। সমস্যা অবশ্যই মিটবে। দুধের সর হল ঠিক প্রাকৃতিক ময়েশ্চারাইজারের মত। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে এবং হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে দিতে পারে।

যদি মুখের স্কিনসেলে কোনরকম ক্ষত সৃষ্টি হয় তাও নিরাময় করার গুণ রয়েছে দুধের সরের মধ্যে। আর এই দুধের সর সপ্তাহে দু-তিন দিন ব্যবহার করলেই আপনার চোখে পড়বে ত্বকের ঔজ্জ্বলতা। ব্যবহার করার পদ্ধতিও খুব সহজ । আপনাকে সর্বপ্রথম দু চামচ মত দুধের সর নিতে হবে। আর তারপর তার সঙ্গে মিশিয়ে দিতে হবে এক চামচ বেসন। একটা থকথকে পেস্ট তৈরি হবে। সেই পেস্ট মুখে মিনিট কুড়ি মত লাগিয়ে রেখে শুকানোর অপেক্ষা করুন । আর তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

দুধের সরের সঙ্গে মধু (Honey) মেশালে আরও বেশি কাজে দেয়। ত্বেকে যে কোন রকম ক্ষত সারাতে এই দুটি উপকরণ দারুন ভাবে কাজ করে। কেউ যদি দুধের সর নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে তার আলাদা করে কোন ফেসিয়ালের প্রয়োজন পড়বে না। শুধু ফেসপ্যাক হিসেবে দুধের সর নয় আপনি চাইলে স্ক্রাবার হিসেবে দুধকে ব্যবহার করতে পারেন । এক্ষেত্রে আপনাকে দুধের সরের সঙ্গে ওটসের গুঁড়ো কিংবা চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। আর দিন সামান্য কাঁচা হলুদ (Turmeric)। তারপর সেই পেস্টটিকে মুখে লাগিয়ে হালকা হাতে ঘষতে থাকুন। দেখতে পাবেন মুখের ময়লাগুলি দুধের সরের সঙ্গেই উঠে আসছে। অল্প খরচে বাড়িতে বসে নিজের ত্বককে চকচকে রাখার এর থেকে ভালো বিকল্প আর কিছু হয় না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version