Rafale: ডবল পাওয়ারফুল রাফাল, এই অস্ত্রে বড় ভরসা ভারতের! রাশিয়াকেও টেক্কা? চীন-পাকিস্তানের বুক কাঁপছে

।। প্রথম কলকাতা ।।

Rafale: এবার রাফাল আরও পাওয়ারফুল। ফাইটার জেট রাফালকে বুস্ট আপ করতে দেশীয় অস্ত্রে নজর বায়ুসেনার। যে সে অস্ত্র নয়, অস্ত্র মিসাইলে বড় ভরসা ভারতের। স্বনির্ভরতার পথে আরও একধাপ এগোলো দেশ। তাই বলে রাশিয়া – ইজরাইলকেও টেক্কা? আকাশ থেকে আকাশে শত্রু নিকেশের খতরনাক ছক কষছে বাহিনী। শুধু ভারত নয়, অস্ত্রের খেল দেখবে বিশ্ব। এডভান্স বুকিং করল কারা? অস্ত্রের ভয়ে তটস্থ শত্রুদেশ চীন-পাকিস্তান। মেক ইন ইন্ডিয়া তে ভরসা বাড়াচ্ছে ভারত। রাফালে অস্ত্র বসাতে শুরু তোরজোড়। শুধু অস্ত্র নয়, ভারতে তৈরি আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘অস্ত্র’ মিসাইল ও ‘স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন’ রাফাল যুদ্ধবিমানে বসানোর আবেদন বায়ুসেনার। অস্ত্রের ক্ষমতা কিন্তু তুখোড়।

খুবই কম খরচে উন্নতমানের মিসাইল হল অস্ত্র, যা শত্রুর এয়ার ডিফেন্সের মোড়ককে না ছুঁয়েই তাদের যুদ্ধ বিমানে আঘাত করতে পারে। আগে রাশিয়া ও ইজরায়েলের মিসাইলের ওপর ভারত নির্ভর করত। কিন্তু, এখন প্রতিরক্ষা খাতে ভারত নিজেকেই বেশি ভরসা করছে। তাই সেই খামতি পূরণে অস্ত্রের মতো মিসাইল বড় পদক্ষেপ নিতে পারছে। অর্থাৎ, এবার ভারতের আকাশ আরও বেশি শক্তিশালী। কারণ, খুব তাড়াতাড়ি অস্ত্রের গতি বাড়িয়ে ১০০ থেকে ১৬০ করা হবে। যেখানে, বর্তমানে রাফালে মিটিওর আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে ভূমি অস্ত্র রয়েছে।

সেখানে অস্ত্র বসালে রাফালের কামাল দেখবে বিশ্ব। পুরো প্ল্যান জানিয়ে রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসোকে অলরেডি চিঠি পাঠানো হয়েছে। তলে তলে ছক কষে চলেছে ভারত। ঠিক হয়ে আছে রাফালে অস্ত্র বসানোর পর ভারত সেগুলো মিশর, কাতার, গ্রিস, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে রফতানির কথা ভাববে। আপাতত, ভারতীয় বায়ুসেনার অম্বালা ও হাসিমারা ঘাঁটিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। তবে, ভারতীয় নৌসেনাও কিছু দিনের মধ্যেই ২৬টি রাফাল-এম বিমান কিনবে। যা বিমানবাহী যুদ্ধজাহাজ ‘আইএনএস বিক্রান্ত’ এবং ‘আইএনএস বিক্রমাদিত্য’-এ মোতায়েন করা হবে বলে ঠিক করা হয়েছে। আর এই খবরেই শঙ্কায় কাঁপছে চীন পাকিস্তান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version