Vastu Shastra: ভুলেও প্লেটে একসঙ্গে তিনটি রুটি রাখবেন না, বাস্তুমতে হতে পারে ক্ষতি

।। প্রথম কলকাতা ।।

Vastu Shastra: ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী মানুষ সব সময় বাস্তুশাস্ত্রের দিকে বিশেষ নজর দেন। বাড়ির প্রত্যেকটি কাজ করার আগে একবার অন্তত বাস্তুশাস্ত্র (Vastu Shastra) সেই সম্বন্ধে সেই বিষয়ে কী পরামর্শ দেওয়া হয়েছে তা জেনে নেওয়ার চেষ্টা করেন। এই বিশ্বাসকে কেন্দ্র করেই বাস্তুশাস্ত্রের আরও একটি পরামর্শকে ভীষণভাবে মেনে চলেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। তাঁরা কখনই খাওয়ার প্লেটে (Plate) একসঙ্গে তিনটি রুটি রাখেন না। কেন রাখেন না বা কেন রাখা উচিত নয় এই প্রশ্নের উত্তর দুভাবে দেওয়া যেতে পারে। প্রথমটা অবশ্যই বাস্তুশাস্ত্র কী বলা হয়েছে এবং দ্বিতীয়টা বৈজ্ঞানিক মতে।

* বাস্তুশাস্ত্র কী বলছে ?

প্রথমে বাস্তুশাস্ত্রে এই নিয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই সম্পর্কে আলোচনা করা যাক। সেখানে বলা হয়েছে, তিন এই সংখ্যাটিকে সর্বদা অশুভ বলে মনে করা হয়। এছাড়াও এই সংখ্যার সঙ্গে কোন ব্যক্তির মৃত্যু জড়িয়ে রয়েছে। অর্থাৎ আরও সহজ ভাষায় বললে মৃত্যুর সময় যে নিয়ম পালন করা হয় তার মধ্যে এই খাবার প্লেটে তিনটি রুটি কিংবা পুরি রাখার একটি নিয়ম রয়েছে। তাই সাধারণত একসঙ্গে খাবার প্লেটে তিনটি রুটি (Rooti) বা পুরি রাখাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কোন ব্যক্তির মৃত্যুর ত্রয়োদশ দিবস উদযাপন করার সময় ওই ব্যক্তির উদ্দেশ্যে খাবার রাখা হয়। আর সেই প্লেটেই রাখা হয় তার পছন্দের বিভিন্ন খাবার সহ তিনটি রুটি।

এছাড়াও বাস্তুশাস্ত্র মতে কারও প্লেটে যদি একসঙ্গে তিনটি রুটি দেওয়া হয় তাহলে তাঁর সঙ্গে বাড়ির সদস্যদের মনোমালিন্য পর্যন্ত হতে পারে। এর পেছনে অবশ্য প্রধান কারণ হল নেতিবাচক শক্তি। তাই একসঙ্গেযদি তিনটি রুটি না দেওয়া যায় সেটাই ভালো বলে মনে করা হয়। তাই বলে তিনটি রুটি খাওয়া যাবে না এমন কোন নিয়ম কিন্তু নেই। শুধুমাত্র নিয়ম একসঙ্গে তিনটি রুটি দেওয়ার ক্ষেত্রেই।

* বৈজ্ঞানিক যুক্তি কী বলছে ?

বিজ্ঞানের ব্যাখ্যা অনুসারে বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে যতটা পরিমাণ খাবার প্রয়োজন ততটাই খাওয়া উচিত। এর থেকে বেশি খেলে বিভিন্ন ধরনের অসুখ তাকে ঘিরে ধরতে পারে। সেই অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির একবারে দুটি রুটি, এক বাটি সবজি, এক বাটি ডাল এবং ৫০ গ্রাম ভাত খেলেই যথেষ্ট। সেই জায়গায় কোন খাবার অতিরিক্ত হয়ে গেলে সেটা ধীরে ধীরে তাঁর শরীরেই নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করবে। এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য গুলি একেবারেই সাধারণ জ্ঞানের জন্য ভাগ করে নেওয়া হয়েছে। এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version