Vastu Shastra: অভাব থাকলেও ধার করবেন না এই ৫ বস্তু, হতে পারেন সর্বহারা

।। প্রথম কলকাতা ।।

Vastu Shastra: অনেক সময় দেখা যায় কোন ধরনের অসুবিধার সম্মুখীন হলে অনেকে কিছু না কিছু ধার নিয়ে থাকেন। এটা মানুষের একটা স্বভাব বলা যেতে পারে। অনেকে অত্যন্ত সমস্যায় পড়ে ধার নেন আবার কেউ অভ্যাসবশত কারণে অকারণে ধার নিয়ে থাকেন। নিজের পরিচিত মানুষ, প্রতিবেশী অথবা কাছের মানুষের কাছ থেকে ধার নেওয়া কোন দোষের নয়। এমনটাই মনে করেন তাঁরা। বিষয়টা সত্যিই দোষের নয়। কিন্তু বাস্তুশাস্ত্র (Vastu Shastra) বলছে এই ধার নেওয়ার অভ্যাস যে কোন মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এমন বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি কখনই কারও কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। তাতে বাড়ে বাস্তু দোষ (Vastu Dosh)। এছাড়াও এমন পাঁচটি জিনিস রয়েছে যেগুলি কাউকে ধার দেওয়া উচিত নয়। চলুন জানা যাক কোন কোন বস্তু ধার না নেওয়ার পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র।

* কলম: ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অনেকেই কলম (Pen) ধার নিয়ে থাকেন। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় বলে মনে করা হয়। কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলছে, কারও কাছ থেকে পেন, পেনসিল ধার নেওয়া একেবারেই শুভ নয়। কারণ এই কলমের সঙ্গে সম্পর্ক রয়েছে বুধ গ্রহের। শাস্ত্রমতে যদি কলম ধার করা হয় তাহলে বুধের শুভ প্রভাব কমতে থাকে। আর ক্রমশ বাড়তে থাকে অশুভ প্রভাব। যা বুদ্ধির অভাব ঘটাতে পারে।

* পোশাক: পুরনো পোশাক পরিধান করা উচিত নয়। বিশেষ করে অন্যের ব্যবহার করা পুরনো পোশাক (Dress) একেবারেই না। কারণ এর মাধ্যমে জীবাণু ছড়াতে পারে অন্যের দেহে। এছাড়াও এর নেপথ্যে আরও একটি যুক্তি রয়েছে, যা জ্যোতিষ বিজ্ঞানের। বলা হয় , অন্যের পুরনো পোশাক পরলে ভাগ্য দোষ দেখা দেয়। ভালো কাজে বাধা সৃষ্টি হতে পারে এবং অত্যাধিক পরিশ্রম করার পরেও ভাগ্যের সঙ্গ মেলে না।

* গহনা: সোনা রূপা যেকোনো ধাতুর তৈরি গহনা (Jewellery) মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে । আর এই সৌন্দর্যের কারক হল শুক্র গ্রহ । একজনের গহনা অন্যজন পড়লে শুক্রের অশুভ প্রভাব পড়তে পারে সেই ব্যক্তির উপরে।

* চটি জুতো: জ্যোতিষ শাস্ত্র মতে চটি জুতো হল শনি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই কখনই অন্য কারও চটি জুতো ধার করতে নেই। এছাড়া আরও মনে করা হয় কারও কাছ থেকে চটি জুতো নিয়ে পড়লে তার ভাগ্যের কুপ্রভাব স্থানান্তরিত হয়ে আসতে পারে অন্য ব্যক্তির কাছে।

* বিয়ের জন্য ধার: অনেক সময় দেখা যায় দরিদ্র মা বাবা নিজের সন্তানের বিয়ের জন্য টাকা ধার করেন। এটাও জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিতে একেবারেই শুভ নয়। বলা হয় দাম্পত্য জীবন শুক্র এবং বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই ধারের টাকায় বিবাহ সম্পন্ন হলে দাম্পত্য জীবন একেবারেই সুখের হয় না।

বি.দ্র: প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি তথ্য কেবলমাত্র সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা। এই সম্বন্ধিত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই কোন জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version