।। প্রথম কলকাতা ।।
Coronavirus Affects: সম্প্রতি হইচই পড়ে গিয়েছে করোনার (Corona) নতুন রূপ বিএফ.৭(BF.7)কে নিয়ে। ইতিমধ্যেই চীন (China) সহ বিশ্বের তাবড় তাবড় দেশে এই সাব ভ্যারিয়েন্ট দাপট চালাচ্ছে। নতুন করে উত্তেজনার পারদ ছড়ায় চায়না মর্নিংয়ের পোস্ট। যেখানে দাবি করা হয়, করোনা এবার ফুসফুসে নয়, সরাসরি প্রভাব ফেলবে মস্তিষ্কে (Brain)। স্বাভাবিক ভাবেই, বিষয়টি নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আবার অনেকে মনে করেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো। করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট মস্তিষ্কে আদৌ প্রভাব ফেলে কিনা, এই বিষয়ে নতুন করে গবেষণা শুরু হয়।
সাধারণ মানুষ আশঙ্কা করতে থাকেন, করোনা হয়ত আরও বেশি শক্তি সঞ্চয় করে নতুন রূপে ফিরে এসেছে। ফ্রান্স (France) আর অস্ট্রেলিয়ার (Australia) কিছু গবেষক একটি রিসার্চ করেছিলেন। সেই গবেষণায় দেখা যায়, করোনার নয়া রূপ মস্তিষ্কে আক্রমণ করতে পারে। যদিও তারা পরীক্ষা চালিয়েছিলেন ইঁদুরের উপর। এই খবর প্রকাশিত হতেই বিশ্বজুড়ে একটি আতঙ্কের ছায়া পড়ে যায়। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক মঙ্গলবার সকালে তাদের বিবৃতিতে একটি স্বস্তির খবর দিয়েছে। এখানে বলা হয়, এই গবেষণার কোন ভিত্তি নেই। বিএফ.৭ সাব ভ্যারিয়েন্ট মস্তিষ্কে কোনো রকম প্রভাব ফেলছে না। তাই যাতে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর না ছড়িয়ে পড়ে কিংবা বিভ্রান্তিতে মানুষ জড়িয়ে না পড়েন সেই বিষয়ে বারণ করা হয়।
আসলে গবেষণাটি করা হয়েছিল একটি ইঁদুরের উপর। করোনার নয়া রূপ ইঁদুরের মস্তিষ্কে প্রভাব ফেললেও মানুষের মস্তিষ্কে যে একই প্রভাব ফেলবে এমন কোনো কথা নেই। কারণ এই ভাইরাস মানুষ এবং ইঁদুরের শরীরে একইভাবে কাজ করে না। এই বিষয়ে এখনও বিস্তারিত গবেষণার যথেষ্ট প্রয়োজন রয়েছে।
ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ কে নিয়ে বেশ আশঙ্কায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে করোনার এই রূপ রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে। দেশটির হাসপাতাল আর মর্গের অবস্থা বেশ খারাপ। সেখানে শব দাহের জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে। ২০১৯ সালের চীনের রাষ্ট্রদূত উহানে সর্বপ্রথম করোনা ভাইরাস প্রকাশ্যে আসে। তিন বছর পর আবার সেই চীনে নতুন করে শুরু হয়েছে করোনা মহামারী। করোনা একেবারেই আতঙ্কের বিষয় নয়, একটু সতর্ক থাকলেই এর থেকে মুক্তি মেলে। তাই এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন। ব্যবহার করুন স্যানিটাইজার। বাইরে খাবার এড়িয়ে চলুন। দৈনন্দিন খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর শাকসবজি আর ফল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম