Bra Size: ব্রায়ের সঠিক সাইজ জেনে পরছেন তো? কাপের সাইজ ঠিক না জানলে ব্রেস্ট ক্যানসারের বি’পদ ঘনিয়ে আসতে পারে

।। প্রথম কলকাতা ।।

 

Bra Size: ব্রায়ের সঠিক সাইজ জেনে পরছেন তো? কাপের সাইজ ঠিক না জানলে ব্রেস্ট ক্যানসারের বিপদ ঘনিয়ে আসতে পারে। টাইট ব্রা কিন্তু মারাত্মক। মহিলাদের জন্য এই মুহুর্তে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্রেস্ট ক্যানসার। প্রাণও চলে যেতে পারে। কিন্তু ব্রা কি আদৌ দায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা? প্যাডেড, পুশ-আপ ব্রা পরে চলেছেন দিনের পর দিন। তাহলে সাবধান হয়ে যান। ব্রেস্ট ক্যানসার হলে বাঁচবেন কীভাবে? সঠিক সাইজের ব্রা কীভাবে বুঝবেন?

 

অনেকের ধারণা, অতিরিক্ত চাপা ব্রা নাকি ডেকে আনতে পারে স্তন ক্যানসারের মতো মারণরোগ। ব্রা যত আঁটসাঁট হবে স্তনের আকার দেখতে তত ভাল লাগবে। আবার অনেকে বক্ষভাঁজ স্পষ্ট করতেও অতিরিক্ত চাপা ব্রা পরেন।তাহলে কী ব্রেস্ট ক্যানসার হতে পারে? এই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন

 

চিকিৎসকদের দাবি, কোনও রকমের পোশাকই ক্যানসারের মতো রোগে ঘায়েল করতে পারে। কারণ এই রোগটি ডিএনএ-এর অবস্থান পরিবর্তনের ফলে। কিংবা বংশধারায় ক্যানসারের ইতিহাস থাকলেঅথবা বয়সজনিত সমস্যা ইত্যাদি নানা কারণে শরীরে বাসা বাঁধে। এর সঙ্গে কোনও অন্তর্বাসের কোনও সম্পর্কই নেই।

 

ব্রা কেনার আগে ফিতে নিয়ে স্তনের নীচের অংশ মাপুন। এবার সেই মাপ যদি ৩১ হয় তাহলে ৩০ বা ৩২ সাইজের ব্রা আপনার হবে। মাপ ৩৫ বেরলে ৩৪ বা ৩৬ ট্রাই করুন।
আর কাপের মাপ বোঝায় A B C D।

 

ক্যানসার মানেই জীবন শেষ। এই কথাও ঠিক নয়। কারণ যদি প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার ধরা পড়ে তাহলে সম্পূর্ণ ভাবে সেরে ওঠার সুযোগ রয়েছে। এছাড়াও চিকিৎসা পদ্ধতি এখন আগের চাইতে অনেক বেশি উন্নত। গবেষণার পর নিত্য নতুন চিকিৎসা পদ্ধতি আর ওষুধও আবিষ্কার হয়েছে।

 

ফলে এত ভয় পাওয়ার কোনও কারণ নেই।ঠিক সাইজের ব্রা কেনা এখন মহিলাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ব্রার মাপ ঠিক হলে তা যেমন আপনার দেহের উপরিভাগের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়, তেমনই ভালো আপনার শরীরের জন্যও। তাই এবার থেকে ব্রা কেনার আগে এই কথাগুলো মাথায় রাখবেন।

ঠিকমতো না হলে তা আপনার স্তনকে সাপোর্ট দিতে পারে না ঠিক করে। ফলে স্তন ঝুলে যাওয়ার পাশাপাশি আপনার কাঁধ, ঘাড় আর পিঠের পেশিতেও টান পরে। আর তাই এসব সমস্যা থেকে বাঁচতে চাইলে সঠিক ফিটিংসের ব্রা বাছা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

https://fb.watch/svZYYZZVCf/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version