Parrot Vastushastra : পোষ্য হিসেবে রেখেছেন টিয়াপাখি ? বাস্তুমতে খাঁচা সঠিক জায়গায় আছে তো!

।। প্রথম কলকাতা ।।

Parrot Vastushastra : বাড়িতে পোষ্য হিসেবে অনেকেই কুকুর রেখে থাকেন। অনেকে আবার বিড়াল অথবা খরগোশ রেখে থাকেন। এছাড়াও অনেকের বাড়িতেই দেখা যায় টিয়া পাখি। এর বিশেষত্ব হল কথা বলার গুণ। বাস্তুশাস্ত্র নিয়ে বিশেষ কেউ মাথা ঘামিয়ে টিয়া পাখি বাড়িতে আনেন না বরং নিজেদের পছন্দের জন্যেই নিয়ে আসেন। তবে টিয়া পাখি দেখতে যতটা সুন্দর ততটাই বাস্তুমতে প্রাধান্য রয়েছে এর। একটা টিয়া পাখি আপনার বাড়ির সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে সক্ষম। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন?

টিয়া পাখি কীভাবে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখবে! বাস্তুশাস্ত্র বলছে, আপনি যদি নিজের বাড়িতে টিয়া পাখি রাখেন তবে তা সংসারের জন্য অত্যন্ত মঙ্গল। তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে সমস্যা। যেমন ধরুন টিয়া পাখির খাঁচা আপনি বাড়ির কোন দিকে রাখছেন, হঠাৎ করে আপনার টিয়া পাখি অস্বাভাবিক আচরণ করছে কিনা এই সমস্ত বিষয়ে খানিকটা নজরদারির প্রয়োজন রয়েছে। টিয়া পাখি বাড়িতে রাখা কতটা শুভ এবং কতটা অশুভ এই বিষয়ে অবশ্যই জানা প্রয়োজন।

বাস্তুশাস্ত্র মতে, কেউ যদি নিজের বাড়িতে টিয়া পাখি যত্ন সহকারে রাখেন তাহলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে রোগ ব্যাধির ঝুঁকি ক্রমশ কমতে থাকে। এই পাখি মানসিক দিক থেকেও শান্তি দেয়। পজিটিভ এনার্জি ছড়ায়। হতাশা দূর করতেও সাহায্য করে। বিশেষ করে এদের কণ্ঠস্বর যখন মানুষের মতো হয় তখন এমনিতেই পরিবারের সদস্যদের মনে একটা আনন্দ ভাব আসে। এছাড়াও বাস্তুশাস্ত্রমতে ঘরে যদি টিয়া পাখি থাকে তবে রাহু, কেতু এবং শনির কুদৃষ্টি গৃহস্থের উপরে কখনই পড়ে না।

আপনি কি নিজের বাড়িতে থাকা টিয়া পাখিটিকে খাঁচার মধ্যে বন্ধ করে রাখছেন ? তাহলে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যেন সে ওই খাঁচার মধ্যে সুখী থাকতে পারে। নইলে আপনার জীবনেও খানিকটা অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। জ্যোতিষবিদরা বলেন, বাড়িতে যদি টিয়া পাখি থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ মজবুত হয়। আর টিয়া পাখির খাঁচা অবশ্যই বাড়ির পূর্ব-উত্তর দিকে রাখতে হয়। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

একথা অস্বীকার করার জায়গা নেই যে পশু পাখিরা আমাদের থেকে বেশি বোঝে। বরং তাঁরা যেকোনো অশুভ শক্তিকে আমাদের আগে সনাক্ত করতে পারে। এই কারণে বাড়িতে যেকোনো ধরনের পশু পাখি থাকলে গৃহস্থের জীবনে সুখ শান্তি বজায় থাকে। অনেকেই এমন রয়েছে যারা একাকিত্বে ভোগেন। সে ক্ষেত্রে তাদের কাছে কোন পোষ্য থাকলে সেই একাকীত্ব আর অনুভব হয় না। বাস্তুশাস্ত্রে বাড়িতে টিয়া পাখি পোষার আর কী কী সুফল রয়েছে তা জানার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী। তবে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়িতে এই ধরনের পোষ্য নির্দ্বিধায় রাখা যেতেই পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version