Omicron Sub-variant BF.7: করোনার বিএফ.৭ থেকে বাঁচতে সঠিক নিয়ম মানছেন তো? অসচেতন হলেই বিপদ

।। প্রথম কলকাতা ।।

Omicron Sub-variant BF.7: করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭(BF.7) প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বারংবার সতর্ক করা হচ্ছে। চীনকে অনুরোধ করা হয়েছে যেন তাদের দেশের সংক্রমণের তথ্য যথাযথভাবে প্রকাশ করে। গত দু’বছর বিশ্ববাসী যেভাবে জীবন কাটিয়েছে, সবাইকে আবার সেই জীবনে ফিরে যেতে বলছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত হওয়ার কিছু নেই, জীবন যাপনে অনিয়মের ক্ষেত্রে একটু রাশ টানতে হবে । আগের মতই মাস্ক ব্যবহার করতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের বিশেষভাবে সতর্ক হওয়ার জরুরি। ২০১৯ সালের শীতকালে সর্ব প্রথম করোনা ভাইরাসের খবর শোনা গিয়েছিল। চীনের (China) উহান থেকে যার উৎপত্তি। সেই অজানা জ্বরে ধীরে ধীরে কাবু হতে থাকে গোটা বিশ্ব। বড় বড় শহরগুলিতে রাতারাতি লকডাউন হয়ে যায়। তারপর ক্রমশ স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। লকডাউনের সময় সেই হরর মুভির মতো দৃশ্য পুনরায় ফিরে আসুক তা কেউ চান না। গত কয়েক বছরেই করোনা গ্রাফ কখনো বা ঊর্ধ্বমুখী আবার কখন নিম্নমুখী। ২০২৩ টা ভালোয় ভালোয় শুরু হলেও চীনে এখন করোনার দাপটের লক্ষণ বলে দিচ্ছে এখন থেকেই সচেতনতার প্রয়োজন। দেশটিতে রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের (Omicron)নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭(BF.7)। চীনে সোমবার শুধুমাত্র সংক্রমিত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। ভারতেও এই ভাইরাসে বেশ কয়েকজন সংক্রমিত হয়েছেন। বিএফ.৭ থেকে বাঁচতে আগে থাকতে নিন সতর্কতা। অবশ্যই এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version