।। প্রথম কলকাতা ।।
Phalaharini Kali Puja 2024: শুধু আর্থিক নয়, জীবনের সমস্ত সমস্যা দূর করতে হলে ফলোহারিনী কালীপুজোয় অবশ্যই এই নিয়মগুলি পালন করুন। এই তিথি পালনের কিছু নিয়ম আছে। প্রচলিত বিশ্বাস এই আচার অনুষ্ঠান পালন করলে জীবনের সব বাধা বিঘ্ন দূর হয় জীবনে বর্ষিত হয় ধন-সম্পদ ও সমৃদ্ধি। জীবনে বাধা বিঘ্ন প্রেম বিঘ্ন কাটে দাম্পত্য সুখ বজায় থাকে এই পুজো করলে। এই তিথিতে দেবী কালী উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকা আছে। মনে করে সেগুলি অনুসরণ করুন।
কি কি করবেন দেখে নিন আমাদের প্রতিবেদনে। জৈষ্ঠ মাসে ফলহারিনী কালীপুজো বিশেষ জনপ্রিয়। ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যা এক অন্য অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে মা কালী অথবা মা তারা কে ফল সহযোগী ভোগ নিবেদন করলে সব ইচ্ছে পূরণ হয়। এক কথায় মনস্কামনা পূরণ হয়ে থাকে।
এই বছর ফলহারিনি অমাবস্যা শুরু হচ্ছে বাংলার জৈষ্ঠ মাসের ২২ তারিখ অর্থাৎ ইংরেজির জুন মাসের 5 তারিখ। মা কালী কে কিভাবে খুশি করবেন? যদি আপনি মা কালীকে চলতি মরসুমের ফল নিবেদন করেন তাহলে দেবীর বিশেষ কৃপা পাবেন।
যদি পারেন আম,জাম লিচুর মধ্যে কোনো না কোনো ফল দেওয়ার চেষ্টা করবেন। না হলে আপেল, পেয়ারা নিবেদন করুন। এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার এবং আপনার পরিবারের উপর। আর্থিক দিক থেকে উন্নতি করতে চান? তাহলে পুজোর দিন কি করতে হবে দেখে নিন। এই দিনে বাড়ির উত্তর-পূর্বক কোন একটি মাটির প্রদীপ জ্বালাবেন। সেখানে অবশ্যই ঘি দেবেন, ভুলেও সর্ষের তেল দেবেন না। এতে দেবী খুশি হন। সেই সঙ্গে তিনটি লবঙ্গ তিনটি এলাচ এবং একটি মুদ্রা দেবেন। এই প্রদীপ নিজে থেকে কখনো নেভাবেন না।
এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন। এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকা আছে। এই তিথিতে সাধ্যমত দান করুন অন্ন বস্ত্র ও খাদ্য। পুজো করুন অশ্বথ গাছের এতে গ্রহ দোষ কাটবে। চন্দ্র ও মঙ্গলের দোষ থাকলে কালো তিল গঙ্গাজল দুধ দিয়ে অশ্বথ গাছের পুজো করুন সুফল মিলবেই।
ফলোহারিনী কালীপুজোর সন্ধ্যায় প্লান সেরে শুদ্ধ লাল বত্র পড়ে নিন হাতে দিন সিঁদুর ও ঘি। যদি ঘি না থাকে তার পরিবর্তে নিতে পারেন তিলের তেল। মা কালীর বিগ্রহ বা ছবির সামনে বসুন লাল আসনে। দেবীকে পরিয়ে দিন জবার মালা। অর্ঘ্য নিবেদন করুন বেল পাতা ও রক্ত চন্দনে। লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করুন মা কালীর শ্রী চরণে। দেখবেন আপনার পরিবারের সব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম