Astrology: রাতে একটানা ঘুম হয় না? জ্যোতিষ শাস্ত্রে আছে সহজ নিদ্রার উপায়

।। প্রথম কলকাতা ।।

Astrology: জ্যোতিষ শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির গ্রহ ও নক্ষত্রের অবস্থানের প্রভাব ব্যক্তির জীবনে এবং তার স্বাস্থ্যের উপর শুভ ও অশুভ প্রভাব দেখা যায়। এই গ্রহগুলির অবস্থানের প্রভাব স্বাস্থ্য ,সম্পর্ক ও আর্থিক অবস্থার উপর পড়তে পারে। ব্যক্তির গ্রহের অবস্থা ঠিক না থাকলে মানুষ নানান ভাবে অস্থির হতে থাকে। আবার অন্যদিকে গ্রহের অবস্থা ঠিক থাকলে মানুষ সুখী জীবন যাপন করতে পারেন।

জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রকে মনের কারক বলা হয়। কোনো ব্যক্তির কুণ্ডলীতে চন্দ্র অশুভ থাকলে সেই ব্যক্তিকে মানসিক সমস্যা, অনিদ্রা ও সিদ্ধান্ত নিতে অসুবিধার মতো সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাতে বারবার ঘুম ভাঙলে তার জন্য রাহু দায়ী হতে পারে। পাশাপাশি শুক্র যদি নিজস্ব রাশি কন্যায় থাকে তাহলে ব্যক্তির সুখ নিদ্রা সম্ভব হবে না।

ভালো ঘুমের জন্য বিছানার তলা সবসময় পরিষ্কার রাখা উচিত। বিছানার তলায় কখনও জুতো চটি বা বৈদ্যুতিন জিনিস বা নোংরা থাকা উচিত নয়। এর ফলে বিছানায় অস্বস্তিবোধ করতে পারেন।

ঘুমোতে যাওয়ার সময় নিজের শয়ন কক্ষে স্প্রে করুন। আবার চন্দনের সুগন্ধযুক্ত বস্তু ব্যবহার করতে পারেন। চন্দন রাহুদোষ ও রাহুদ প্রভাব দূর করে। রাহুর দশা কাটাতে চন্দনের সাবান, ধুপকাঠি ব্যবহার করতে পারেন।

কুষ্টিতে রাহু দুর্বল পরিস্থিতিতে থাকলে ঘুমে ব্যাঘাত ঘটে বা নিদ্রা অভাব দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমোনোর সময় নিজের মাথার কাছে জব রেখে দিন। আবার পায়রাদেরও খাইয়ে দিতে পারেন‌।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাতে ঘুমোনোর আগে মাথার নিচে মূলো ও জল রেখে ঘুমোন। পরেরদিন সেই জলটিকে কোনো ফুলের টবে ঢেলে দিন। মূলো শিবলিঙ্গে অর্পণ করুন। তাতে উপকার পাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version