Mustard oil: ভয় নয়, সরষের তেল খেলে কাছে আসবে না বহু অসুখ

।।প্রথম কলকাতা।।

Mustard oil: আমাদের দেশে যুগের পর যুগ ধরে সর্ষের তেল ব্যবহার হয়ে আসছে। সেই চল এখনও রয়েছে। যদিও বর্তমানে বিভিন্ন ধরনের তেল এসেছে বাজারে। সেই ভিড়ে মানুষ সর্ষের তেল খাওয়া ছেড়ে দিচ্ছে।

আপনারা কী জানেন সর্ষের তেল নিয়মিত খেলে কিছু অসুখ থাকে দূরে। যেমন ত্বক সুস্থ রাখে চুল রাখে ভালো। আমাদের ত্বক, চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে হবেই। সেক্ষেত্রে ত্বক(Skin) ভালো রাখতে চাইলে আপনাকে এই তেল খেতে হবে। এমনকি মাখতেও পারেন সরষের তেল। এরফলে ত্বকের আদ্রতা ঠিক রাখা যায়।

আবার দেখা গিয়েছে আমাদের আশেপাশে অনেক জীবাণু রয়েছে। এবার বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দারুণ কাজ করে সর্ষের তেল। বহু রোগ থেকে দূরে রাখে সর্ষের তেল(Oil)। তাই আপনি এই তেল খেতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version