Dandruff Home Remedies: খুশকিতে চুল ঝরে যাচ্ছে? ৭ দিন এই টোটকা মানুন, খুশকি থেকে মুক্তি

।। প্রথম কলকাতা ।।

Dandruff Home Remedies: খুশকিতে চুল ঝরে যাচ্ছে? ৭ দিন এই টোটকা মানুন, খুশকি থেকে মুক্তি এইভাবে খুশকি দূর হবে মাত্র ৭ দিনে। মাথা ভর্তি খুশকি?চুল সব ঝরে যাচ্ছে? এই উপায়ে খুশকি দূর হবে মাত্র ৭ দিনেই নানা শ্যাম্পু লাগিয়ে চুলের বারোটা বাজাচ্ছেন না তো! মাথা চুলকাতে চুলকাতেই গোটা রাতে ঘুম হচ্ছে না? এই ঘরোয়া টোটকা মেনে চললে খুশকি আর ফিরে আসবে না। অনেকেই মোটামুটি সারা বছর খুশকির সমস্যায় ভোগেন। খুশকি না কমলে চুল অকালেই ঝরে গিয়ে মাথা গড়ের মাঠ হয়ে যেতে পারে। আপনারও কী একই অবস্থা? চিন্তা করবেন না। এইভাবে খুশকি দূর করুন।

খুশকির সমস্যা থেকে বাচঁতে টকদই অত্যন্ত কাজের একটি উপাদান। খুশকি দূর করতে মাথার ত্বকে টকদই দিয়ে ভালভাবে মালিশ করুন। এর পর মিনিট দশেক রেখে ভাল করে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত দুবার এই ভাবে চুলে টকদই ব্যবহার করে দেখুন উপকার পাবেন।

নিম ও তুলসী পাতা জলে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিন পাত্রের জল অর্ধেক হয়ে গেলে তা ছেঁকে ঠাণ্ডা করতে দিন সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আপনি জানেন কি? নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে পারে। এ ছাড়া চুলে গোড়ার আদ্রতা রেখে স্ক্যাল্প ইনফেকশন এর আশঙ্কাও অনেকটাই কমিয়ে দেয়। সপ্তাহে অন্তত ২-৩ বার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারকেল তেলের মালিশ করলে ফল পাবেন হাতেনাতে সংবাদমাধ্যমে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা।

স্ক্যাল্প অপরিষ্কার থাকলে খুশকি বাড়ে। এই কথা বলে থাকেন চিকিৎসকদের একাংশ। খুশকি তাড়াতে পেঁয়াজ কতটা উপকারী জানেন? পেঁয়াজের রসে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে পেঁয়াজের পেস্ট থেকে রস ছেঁকে বের করে নিন তা আঙুলের সাহায্যে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করুন। সপ্তাহে ১-২বার এই পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন এতে খুশকির সমস্যা দূর হবেই।

আপনার স্ক্ল্যাল্পের জন্য যদি এই টোটকাতেও কাজ না হয়। তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। প্রত্যেকের স্ক্যাল্পৎআলাদা। তাই চিকিৎসকদের কথা শুনে টোটকা কাজে লাগান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version