Influenza H3N2: দীর্ঘদিন কাশি, ওষুধ কাজে আসছে না! আপনি H3N2 ভাইরাসে আক্রান্ত নন তো?

।। প্রথম কলকাতা ।।

Influenza H3N2: করোনার (Corona) দাপট কমলেও নিত্য নতুন ভাইরাস (Virus) একের পর লেগেই রয়েছে। এমনি থেকে কলকাতায় (Kolkata) এখন দাপট চালাচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adeno Virus)। এবার গোটা দেশ জুড়ে আইসিএমআর সতর্কতা জারি করল। যদি দীর্ঘদিন ধরে কাশি হতে থাকে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে জ্বর হয় তাহলে বিষয়টি হালকা ভাবে নেবেন না। কারণ এটি ইনফ্লুয়েঞ্জা (Influenza) এ ভাইরাসের এক ধরনের সাব টাইপ এইচ৩এন২ (H3N2) হতে পারে। যদিও বিষয়টি একেবারেই নতুন নয়। গত দুই তিন মাস ধরে এই ভাইরাস রীতিমত দাপট চালাচ্ছে। যার জেরে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। এমনকি যাদের শরীরে জটিল সমস্যা রয়েছে বা শিশুদের ক্ষেত্রে এটি সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে। করোনার উপসর্গের সঙ্গে এইচ৩এন২ এর উপসর্গের বেশ মিল রয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। প্রথম দিকে অনেকে ভেবেছিলেন হয়ত এটি কোভিড, তাই অনেকে আতঙ্কিত ছিলেন, তবে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

সাধারণত শীতের বিদায় বেলায় জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা, হাঁপানি, শ্বাসকষ্টের মতো সাধারণ উপসর্গগুলি লেগেই থাকে। কিন্তু করোনার পর চেনা উপসর্গ ধরা দিচ্ছে অচেনা রূপে। তাই এই বিষয়গুলি একেবারেই অবহেলা করবেন না। যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই –

নিজে থেকে গাদা গাদা ওষুধ খেলে বিপদ ডেকআনতে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকছেন। ভারতের বেশ কয়েকটি অঞ্চলে গত দুই মাস অনেকেই এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতে গত দুই তিন মাসে এই ভাইরাসটি নিজের দাপট ছড়িয়ে ফেলেছে। এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যার কারণে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হতে সময় লাগছে। এমন কি রোগী সুস্থ হয়ে ওঠার পরেও এই রোগের উপসর্গ শরীরে থেকে যায়। যদিও আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এখানে মৃত্যুর আশঙ্কা অনেক কম, তবে ফুসফুসের সমস্যা হতে পারে। অনেকেই এই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিন্তার বিষয় হল, যত সময় যাচ্ছে ততই এই উপসর্গগুলি শক্তিশালী হয়ে উঠছে। যার থেকে রেহাই নেই বাচ্চা থেকে বয়স্ক। ওষুধ খেয়ে জ্বর কমলেও তীব্র কাশির সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি অনেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version