Covid Cases In India: ভারতে আবার চোখ রাঙাচ্ছে করোনা! সাবধান হন এখনই

।। প্রথম কলকাতা ।।

Covid Cases In India: ভারতে (India) আবার নতুন করে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। তার উপর নিত্য নতুন একের পর এক ভাইরাসের (Virus) ঝামেলা লেগেই রয়েছে। কলকাতায় (Kolkata) বিগত কয়েক সপ্তাহ ধরে দাপট চালাচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adeno Virus)। অপরদিকে সারা ভারতবর্ষে জুড়ে দ্রুত সংক্রমণ বৃদ্ধি করছে এইচ৩এন২ ভাইরাস। এসবের মাঝেই আবার নতুন করে করোনা মাথাচাড়া দিচ্ছে। বিগত আড়াই থেকে তিন বছর করোনা যেভাবে গোটা বিশ্বকে চোখ রাঙিয়েছে যার কারণে বিশেষজ্ঞরা বিষয়টি ভালো চোখে দেখছেন না। যদিও করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত দুই থেকে তিন বছরে সাধারণ মানুষ বুঝে গিয়েছে একটু সতর্ক থাকলেই করোনাকে রুখে দেওয়া যায়, তবে চিন্তা বাড়িয়েছে অ্যাডিনো ভাইরাস। যার কারণে শিশু মৃত্যুহার বাড়ছে।

এই সময় যদি জ্বর , সর্দি, কাশি, ঠান্ডা লাগা, হাঁচি, গলা ব্যাথা, হাঁপানি, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তাহলে বিষয়টিকে হালকা ছলে নেবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সময় শিশুদের এবং যাদের জটিল রোগ রয়েছে তাদের একটু সাবধানে থাকা উচিত। মাস্কের ব্যবহার ভুলে গেলে চলবে না। আগের মতই নিয়মিত মাস্ক ব্যবহার করুন। হাত-পা পরিষ্কার রাখুন। অযথা অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ করবেন না। ঠান্ডা লাগলে নিজে থেকে মুঠো মুঠো প্যারাসিটামল না খেয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিন। ভিড় এলাকা এড়িয়ে চলুন।

‘জাগরণ'(হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা সংক্রমণের পরিসংখ্যান আপডেট করেছে। ভারতে করোনার ৩২৬টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। একই সময়ে, এখন ৬৭ দিন পর করোনার সক্রিয় মামলার সংখ্যা ৩ হাজার ছুঁয়েছে। দেশে COVID-19 সংক্রমণের কারণে মৃতের সংখ্যা ৫,৩০,৭৭৫, যেখানে সক্রিয় মামলা বেড়েছে ৩,০৭৬। সকাল ৮টায় এই তথ্য আপডেট করা হয়েছে। একই সময়ে, সংক্রমণের সংখ্যা রেকর্ড করা হয়েছে ৪.৪৬ কোটি (৪,৪৬,৮৮,৬৯৩)।

সক্রিয় ক্ষেত্রে এখন মোট সংক্রমণ ০.০১ শতাংশ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশে COVID-19 পুনরুদ্ধারের হার ৯৮.৮০ শতাংশ। করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪১,৫৪,৮৪২, যেখানে মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে ১.১৯ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, কোভিড -১৯ টিকাকরণ অভিযানের অধীনে দেশে এ পর্যন্ত কোভিড ভ্যাকসিনের ২২০.৬৪ কোটি ডোজ দেওয়া হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version