Abhinandan Varthaman: অভিনন্দন বর্তমান কোন সিক্রেট অপারেশনে? এই চেহারা দেখলে চমকে যাবেন, মনে আছে?

।। প্রথম কলকাতা ।।

Abhinandan Varthaman: অভিনন্দন বর্তমান কোথায় গেলেন? এখন বায়ুসেনায় কর্মরত। পাকিস্তান বন্দি বানানোর পর ঠিক কী হয়েছিল অভিনন্দনের সঙ্গে? ভারতবাসী এই মুখটাকে ভুলবে না কোনওদিনও। বর্তমানে এয়ারফোর্সের কোন বিশেষ অপারেশন রয়েছেন অভিনন্দন? গালজোড়া চওড়া গোঁফ, উঁচু কাঁধ, সাহসী দৃষ্টি। পাকিস্তান কেঁপে গিয়েছিল এই ব্যক্তির সাহসে। তবে এখন অভিনন্দন বর্তমানকে দেখলে আপনি চিনতে নাও পারেন। পুলওয়ামার ঠিক পরেই মিগ-২০০ নিয়ে পাক যুদ্ধবিমান F-১৬ পিছু ধাওয়া। তারপর পাকিস্তানের মাটিতেই গুলি করে নামান F-১৬। ইন্ডিয়ার এয়ারফোর্সের সেই সাহসী যোদ্ধা অভিনন্দন বর্তমান এখন কোথায়? কী পদে রয়েছেন? কোন সিক্রেট অপারেশনে কাজ করছেন বর্তমান?

যেদিন ঠিক যে সময় শত্রুদেশের হাতে বন্দী হয়েছিলেন অভিনন্দন হলফ করে বলা যেতে পারে বুক কেঁপেছিল প্রত্যেকটা ভারতবাসীর। পাকিস্তানকে হুঁশিয়ারি দেয় রাষ্ট্রপুঞ্জও কিন্তু পাকিস্তানের মাটি থেকেই জখম অবস্থায় অভিনন্দনের বক্তব্যের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। দিল্লির সাউথ ব্লক নর্থ ব্লকে তখন চাপা উত্তেজনা৷ ভারতের কূটনীতি শেষ পর্যন্ত খেলা ঘুরিয়ে দেয়৷ তথ্য বলছে, সাহসিকতার পুরস্কার হিসাবে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে বায়ুসেনার ‘গ্রুপ ক্যাপ্টেন’ পদ দেওয়া হয়। বায়ুসেনার এই পদটি স্থলবাহিনীতে কর্নেল পদের সমকক্ষ এখানেই শেষ নয়।

অসীম সাহসিকতা ও দেশপ্রেমের জন্য ভারত সরকার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ‘বীর চক্র’ সম্মানেও ভূষিত করে। ২০১৯ এর অভিনন্দন বর্তমান ও আজকের অভিনন্দন বর্তমানের মধ্যে এখন বিস্তর পার্থক্য। চেহারাতেও সেই মিল পাবেন না। বর্তমানের সেই সিগনিফিকান্ট গোঁফ আগের মতো নেই। পাকিস্তানে বায়ুসেনা জওয়ান অভিনন্দন বর্তমানের সঙ্গে ঠিক কি করা হয়েছিল। অত্যাচার হয়েছিল নাকি পাকিস্তান ভারতের ভয়ে ছুঁতেও পারেনি অভিনন্দনকে। সেই তথ্য আজও গোপন রয়ে গিয়েছে। হয়ত অবসরের পর কোনওদিনও মুখ খুলতেও পারেন বর্তমান। ৬০ ঘন্টা পাকিস্তানে কাটানোর পর ফিরে ভারতে ফিরে এসে বর্তমান বলেছিলেন এটা ভাল যে, আমার দেশে ফিরতে পেরেছি। আট্টারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে তাঁর ভারতে পা রাখার দৃশ্য আজও অমলিন। পাক রেঞ্জার্সরা এসকর্ট করে ভারতে পৌঁছে দিয়েছিল বর্তমানকে। সেদিনই গোটা বিশ্ব দেখেছিল ভারতের কূটনীতির জোর, ভারতের ছেলের সাহসিকতার জোর৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version