Raksha Bandhan 2023: ২০২৩ এর রাখি বন্ধনের দিন নিয়ে বিভ্রান্তি! জেনে নিন শুভ সময়

।। প্রথম কলকাতা ।।

Raksha Bandhan 2023: শেষ হতে চলেছে ২০২২। গোটা বিশ্ব নতুন প্রত্যাশা আর এক রাশ স্বপ্ন নিয়ে ২০২৩কে আঁকড়ে ধরবে। অনেকের মনেই ২০২৩ এর নানান উৎসব সম্পর্কে আগ্রহ রয়েছে। বিশেষ করে রাখি বন্ধন। বাঙালি কাছে রাখি বন্ধন অত্যন্ত পবিত্র একটি উৎসব। এটি শুধুমাত্র ভাই বোনের বন্ধনের প্রতীক নয়, বহু বছর ধরে চলে আসা ভারতীয় ঐতিহ্য সমৃদ্ধ একটি রীতি। প্রতিবছর বোনেরা এই দিনটির জন্য অপেক্ষা করেন। শুভদিনে শুভ তিথিতে ভাইদের হাতে পরিয়ে দেন রক্ষা কবজ স্বরূপ রাখি। ভাইয়েরা বোনদের আশীর্বাদ করেন এবং সমস্ত বিপদের হাত থেকে বোনকে রক্ষা করার প্রতিজ্ঞা করেন।

২০২২ এর তুলনায় ২০২৩ এ বেশ কিছু উৎসব একটু দেরিতে উদযাপিত হবে। ২০২২ এ রাখি বন্ধন উৎসব ছিল ১১ই আগস্ট, কিন্তু ২০২৩ সালে এই উৎসব পালন হবে প্রায় ১৯ দিন দেরিতে। এবারে শ্রাবণ পূর্ণিমা প্রায় দুই দিন থাকবে। তাই কোন দিন রাখি বন্ধন উৎসব পালন হবে তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

• পূর্ণিমার শুভ সময়

২০২৩ সালে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি থাকবে ৩০শে আগস্ট বুধবার ১০টা ৫৮মিনিট থেকে ৩১শে আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টা ০৫ মিনিট পর্যন্ত। শাস্ত্র অনুসারে, যেহেতু পূর্ণিমা তিথি ৩০শে আগস্ট সারা দিনের জন্য এবং ৩১ শে আগস্ট সকালে কিছু সময়ের জন্য থাকবে, তাই ৩০শে আগস্ট রাখি বন্ধন উৎসব উদযাপন করা হবে। তবে শ্রাবণ পূর্ণিমা সংক্রান্ত কাজ যেমন স্নান-দান, হবন, পুজো ইত্যাদি ৩১শে আগস্ট করা যাবে।

• শুভ যোগ

রাখি বন্ধনে উৎসবে শুভ যোগ তৈরি হবে ৩০শে আগস্ট। ধনিষ্ঠা নক্ষত্র রাত ৮টা ৪৬মিনিট পর্যন্ত থাকবে। এর পর শুরু হবে শতভিষা নক্ষত্র। এই দিনে ধনিষ্ঠা নক্ষত্রের কারণে প্রথমে মানস এবং তার পরে শতভিষা নক্ষত্রের কারণে মিত্র নামে দুটি শুভ যোগ তৈরি হবে। এছাড়াও এই দিনে সুকর্মা নামে আরেকটি শুভ যোগ হবে। এই দিনে সূর্য ও বুধ সিংহ রাশিতে থাকবে, যার কারণে বুধাদিত্য নামক রাজ যোগ তৈরি হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version