Firhad Hakim : করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, চর্চার মাঝেই কোভিড নিয়ে পরামর্শ দিলেন ফিরহাদ হাকিম

।। প্রথম কলকাতা।।

Firhad Hakim: করোনার বাড়বাড়ন্তের কারণে নতুন করে উদ্বেগ শুরু হয়েছে। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের। করোনার নতুন ভ্যারিয়েন্টকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। গত ২১ মে’র পর এই প্রথমে এক দিনে দেশে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনার বাড়বাড়ন্তের জন্য সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। সর্বক্ষণ নজর রাখা হচ্ছে করোনা পরিস্থিতির দিকে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকার করোনা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইতিমধ্যেই সব রাজ্যগুলিকে নির্দেশনা পাঠিয়েছে। এবার এই করোনা প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল।

এই সময় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কোভিড নিয়ে এখনও অবধি আমাদের এখানে কোনও অসুবিধা নেই। নতুন কোনও ভ্যারিয়েন্ট এলে মানুষের মধ্যে উদ্বেগ থাকে। করোনা চলে যায়নি। কিন্তু আমাদের মধ্যে করোনা প্রতিরোধ করার পাওয়ারটা চলে এসেছে। আমি যেটা শুনলাম, নতুন ভ্যারিয়েন্ট ততটা ভয়ংকর না। এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি কোনও বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের ছাত্র নয়। তবুও এত বছর ধরে মানুষের কাজ করার অভিজ্ঞতা থেকে এই কথা বলতে পারি। হয়তো মানুষ নিরাপদ থাকতেন আর একটা যদি টিকা দেওয়া হত। তবে আবার বলছি, এটা নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কিছু নেই।

উল্লেখ্য, শুধু ভারত নয়, বিশ্বজুড়েই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতর সংখ্যা। নতুন করে কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version