Cholesterol: শীতে কলেস্টরেল দ্বিগুণ গতিতে বাড়ে, দূরে থাকুন এই জিনিসগুলি থেকে

।। প্রথম কলকাতা ।।

Cholesterol: কোলেস্টেরল হল গুরুতর স্বাস্থ্য সমস্যা। কোলেস্টেরল আমাদের রক্তে (Blood) দু’ধরনের রয়েছে। শরীরে ভালো কার্যকারিতার জন্য ভালো কোলেস্টরেল যেমন প্রয়োজন তেমন খারাপ কোলেস্টরেল শরীরের নানান সমস্যা তৈরি করে। খারাপ কোলেস্টেবল প্রকোপ বাড়লে হৃদরোগ হার্ট অ্যাটা মতো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন ঠান্ডার দিনে যেমন হার্ট অ্যাটাক বা হৃদরোগে ঝুঁকি বাড়ে তেমনি রক্তেই নোংরা পদার্থ জমা হওয়ার ঝুঁকিও বেশি। এই কারণেই বিশেষজ্ঞরা শীতকালে নির্দিষ্ট কিছু খাবার (Foods) এড়িয়ে চলার এবং ব্যায়াম করার পরামর্শ দেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version