Nykaa Founder Story: ব্যাঙ্ককর্মী হিসেবে কর্মজীবন শুরু, আজ কোটি টাকার মালকিন! কে জানেন ?

।। প্রথম কলকাতা ।।

Nykaa Founder Story: ইচ্ছে আর চেষ্টা থাকলে বয়সের ভার কোন বাধাই নয়। কাজ করার ইচ্ছা যে কোনো বয়সে যে কোন মানুষকে নতুন করে শক্তি জোগাতে পারে। সুরক্ষিত ব্যাঙ্কের চাকরি ছেড়ে নিজের ব্যবসা দাঁড় করানোর কথা ভাবতে পারেন খুব কম সংখ্যক মানুষ। আসলে যার চিন্তাভাবনা একটু অন্য স্রোতে বয়ে চলে, তার পক্ষেই এটা সম্ভব। আর এই ধরনের চিন্তা ভাবনাকে প্রশ্রয় দেওয়ার কারণেই আজ তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ এক মহিলা উদ্যোগপতি। তাঁর বাণিজ্যিক সংস্থার মূল্য বর্তমান বাজারে কয়েক বিলিয়ন মার্কিন ডলার। তাই বলাই বাহুল্য তিনি আজ কয়েক হাজার কোটি টাকার মালকিন।

আজকের প্রতিবেদনে যার কথা বলা হচ্ছে তিনি হলেন বিশিষ্ট উদ্যোগপতি এবং শিল্পপতি ফাল্গুনী নায়ার (Falguni Nair)। তার কোম্পানি হল নায়িকা (Nykaa)। যা বর্তমানের বিউটি বাজারে একটা বড় নাম। তবে শুরুর সময় থেকেই কিন্তু নায়িকা এই উচ্চতা ছুঁতে পারেনি । তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছেন তাঁর মালকিন। ফাল্গুনীর জন্ম মুম্বাইয়ে। বাবা ছিলেন একজন বড় মাপের ব্যবসায়ী। তাঁর পড়াশোনা সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনোমিক্স থেকে। পরবর্তীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ থেকে তিনি মাস্টার ডিগ্রি করেন। অবশ্য ব্যবসা নয় প্রথম জীবনে তিনি চাকরিকেই বেছে নিয়েছিলেন।

১৯৯৩ সাল থেকে টানা ১৯ বছর কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে চাকরি করেন ফাল্গুনী। ২০০৫ সালে তিনি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন । কিন্তু ২০১২ সালে তাঁর সিদ্ধান্তে আসে বদল। চাকরি নয় বরং গুজরাটি পরিবারের এই মেয়ে নিজের শরীরে বয়ে চলা ব্যবসায়ী রক্তকে একবার পরখ করতে চান । চাকরি ছেড়ে দিয়ে ২০১২ সালেই শুরু করেন নিজের সংস্থা নায়িকা । তখন তাঁর বয়স ৪৯। আজ প্রায় ১১ বছর ধরে নায়িকা দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে। বিভিন্ন কসমেটিকসের সম্ভার হল তাঁর সংস্থা। নায়িকার সম্পত্তি বর্তমানে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের থেকেও বেশি।

এই উদ্যোগপতির গল্প যে কোন মানুষকে অনুপ্রাণিত করতে পারে। যেখানে সমাজে আজও পর্যন্ত কিছু অংশের মানুষ মনে করে থাকেন মহিলারা শুধুমাত্র রান্না এবং বাড়ির কাজ করার জন্যই উপযুক্ত, তাদের গালে একটা সপাটে চড় কষাতে পারে ফাল্গুনীর এই সাফল্য। স্বাধীনতা অর্জন অপেক্ষা মাত্র। নিজের চিন্তাশক্তি এবং ইচ্ছাশক্তি থাকলে মহিলারা কোথায় পৌঁছে যেতে পারেন তার অন্যতম একটি নিদর্শন হলেন নায়িকার ফাউন্ডার ফাল্গুনী নায়ার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version