Ganesh Puja Vidhi: ব্যবসার বাধা কাটবে বুধবার, সঠিক নিয়মে করুন গণেশ আরাধনা

।। প্রথম কলকাতা ।।

Ganesh Puja Vidhi: সপ্তাহের সাত দিনের কোন দিনে কোন দেবতাকে আরাধনা করবেন, এই নিয়ে শাস্ত্রে কিছু নিয়ম রয়েছে। হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেক দিন দেবতাদের আরাধনার ক্ষেত্রে নানান উপায় মেনে চলা হয়। যেমন রবিবার সূর্যদেব, সোমবার দেবাদিদেব এবং মঙ্গলবার মা মঙ্গলচন্ডী, হনুমানজি, বিপত্তারিণীর আরাধনার কথা বলা হয়। বুধবার মা ত্রিপুরাসুন্দরী আর গণেশের পুজো করলে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। বৃহস্পতিবার করা হয় মা লক্ষ্মী, গণেশ এবং নারায়ণের পুজো। শুক্রবার মাতা সন্তোষী এবং মা ভুবনেশ্বরীর পুজো করা হয়। অপরদিকে শনিবার শনিদেব এবং মাতা দক্ষিণাকালীর আরাধনা করা হয়ে থাকে।

বেশিরভাগ হিন্দু পরিবারেই গণেশ পুজোর রেওয়াজ রয়েছে। সপ্তাহের বুধবার হল গণেশ পুজোর উত্তম দিন। জীবনের শত বাধা পেরিয়ে সাফল্য আনতে গনেশজির আশীর্বাদের মাহাত্ম্য অপরিসীম। গৃহশান্তি বজায় রাখতে বহু মানুষ বুধবার ধুমধুম করে গণেশ দেবের আরাধনা করেন। শুধু তাই নয় প্রসাদে রাখেন বিভিন্ন ফল, লাড্ডু আর মোদক।

পুজোর নিয়ম

মনে করা হয়, যদি কোন ব্যক্তি নিয়ম মেনে বুধবার গণেশের আরাধনা করেন তাহলে জীবন সুখ সমৃদ্ধির ছোঁয়ায় সমৃদ্ধ হয়ে ওঠে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version