Dry Eye : চোখ জ্বলছে, দেখা দিচ্ছে লালচে ভাব ? হতে পারে ড্রাই আইয়ের সমস্যা

।। প্রথম কলকাতা।।

Dry Eye: আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের আলাদা যত্নের প্রয়োজন রয়েছে। আমরা কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গকে খুব ভালোভাবে করে থাকলেও কিছু কিছু অঙ্গ-প্রত্যঙ্গকে একেবারেই সময় দিতে পারি না। তার মধ্যে অন্যতম হল আমাদের চোখ (Eye)। সারাদিন কম্পিউটার স্ক্রিন কিংবা ফোনের মধ্যে আমাদের চোখ ঘোরাঘুরি করে। কাজ হোক বাহ টাইম পাস করার জন্যই হোক যেকোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস আমাদের চোখের সামনে রয়েছে। তাতে চোখে চাপ পড়ছে একথা অস্বীকার করার জায়গা নেই । বর্তমানে তাই শিশুদের চোখেও চশমা দেখা দিয়েছে।

চোখের যত্নে তাই কোনোভাবেই গাফিলতি করা উচিত নয়। কিন্তু মানুষ মাত্রই তো নিয়ম না মানার প্রবণতা। এর কারণে বর্তমানে বহু মানুষের ড্রাই আইয়ের (Dry Eye) মত সমস্যা দেখা দিচ্ছে। এই ড্রাই আই কী? বিজ্ঞানের ভাষায় এর সংজ্ঞা বেশ শক্ত এবং জটিল। সহজ ভাষায় বলা যায়, ড্রাই এমন একটি রোগ যখন আমাদের চোখের জল শুকিয়ে যায়। আর চোখ শুষ্ক হয়ে যাওয়ার কারণে চোখে জ্বালা অনুভূত হয়। লালচে হয়ে যায় এমনকি দেখতেও সমস্যা হয় । এই ধরনের সমস্যা পরবর্তীতে দৃষ্টি শক্তি নষ্ট পর্যন্ত করে দিতে পারে।

ড্রাই আইয়ের নেপথ্যে রয়েছে কী কী কারন?

* বার্ধক্য (Ageing) : বয়স বাড়লে এমনিতেই মানুষের শরীরে নানান রোগ এসে বাসা বাঁধতে শুরু করে। আমাদের চোখ নিজে থেকেই জল তৈরি করে নিতে পারে তাই আমাদের চোখে এত জল আসে কোথা থেকে সেই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে রয়েছে। মানুষের বয়স বাড়তে শুরু করলে এই চোখে জল আসাটাই বন্ধ হয়ে যায়। অর্থাৎ চোখ তখন নিজে থেকে টিয়ার প্রোডাকশন ঠিকঠাক করতে পারে না যার কারণে চোখ শুষ্ক হয়ে যায় এবং এই ড্রাই আইয়ের সমস্যা দেখতে পাওয়া যায়।

* মেডিসিনের সাইড এফেক্ট (Medicine Side Effect) : বিভিন্ন ওষুধ কি শুধুমাত্র রোগ নিরাময়েই সাহায্য করে ? এমন কিছু ওষুধ রয়েছে যা নিয়মিত সেবন করলে তার সাইডএফেক্ট শরীরে দেখা দেয়। যেমন অ্যান্টি ডিপ্রেশন ওষুধ ,অ্যান্টিহিস্টামিন সহ গর্ভনিরোধক , প্রেসারের ওষুধ খেলে এই ধরনের সমস্যাগুলি দেখতে পাওয়া যায়।

* নিয়মিত লেন্সের ব্যবহার (Use of Lens) : আপনি যদি প্রতিদিন লেন্স ব্যবহার করেন তাহলে ড্রাই আইয়ের সমস্যায় ভুগতে পারেন । লেন্স ব্যবহারের কারণে অনেক সময় চোখের নার্ভের ক্ষতি হয়। তা আপনাকে অন্ধত্ব পর্যন্ত পৌঁছে দিতে পারে।

* বিভিন্ন অসুখ (Various Disease) : একাধিক এমন অসুখ রয়েছে যার ফল স্বরূপ শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ গুলি ক্রমশ নিস্তেজ হয়ে আসে। যেমন এলার্জিক আইডিজিস, লুপাস, থাইরয়েড, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস প্রভৃতি থেকে এই ড্রাই আইয়েজের সমস্যা দেখা দিতে পারে।তাই এই ধরনের সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। যত বেশি সময় এই ড্রাই আইয়ের সমস্যা ফেলে রাখা হবে তত এটি খারাপ দিকেই এগোবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version